আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সড়কে কলিগের ত্যক্ত অভিজ্ঞতা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

নতুন সড়ক উন্মোচনের প্রথম দিনে কলিগের উত্তেজনা চরমে। কিন্তু গাড়ী যখন আগারগাও থেকে নতুন সড়কে ঢুকলো কলিগ ফুস করে নিভে গেলো। বললো, এইডা কি হইলো? জিগাইলাম, কি হইলো? কলিগ কইলো, মনে করছিলাম নতুন সড়কে গাড়ী ঢুকলে নতুন একটা অনুভূতি হইবে, শরীরটা মোচড় মারবে, কিন্তু এতো আগের মতই! এর মধ্যে গাড়ী ভো দৌড়ে চলে এলো পর্যটনের সামনে। লম্বা লাইন প্রধান সড়ক সংযোগ পর্যন্ত। কলিগ ত্যক্ত-বিরক্ত। কইলো, বালের সড়ক, পেট মোটা কইরা কোন লাভ আছে যদি গলা সেই আগের মতই চিকনা থাকে? কইলাম, তাইলে কইতে চান লাভ হয় নাই? কলিগ বলে, লাভ তো হইছেই - একটা সড়কের নাম খালি নাই, এখন মইন উ'র নাম টাঙানোর জন্য একটা সড়ক হইলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.