আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স এবং ওপেনসোর্স প্রসারে আমার ব্যাক্তিগত কিছু চিন্তাভাবনা

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

আমি লিনাক্সের জগতে এসেছি প্রায় দুই বছর। বিভিন্ন পত্রিকা ও ইন্টারনেটে লিনাক্স নিয়ে অনেক লেখা পড়ে লিনাক্স সম্পর্কে একটা কৌতুহল জন্ম নিয়েছিল।

এবং স্বভাবতই অন্য অনেকের মতোই ঊইন্ডোজের উপর চরম বিরক্তি থেকেই আমার লিনাক্সের পথে যাত্রা শুরু। কম্পু-কৌশলের ছাত্র ছিলাম বিধায় ওপেনসোর্স বিষয়টা কি সেটা আগেই জানতাম। পাইরেটেড উইন্ডোজ ব্যাবহার করতাম বলে নিজের মধ্যে একটা অপরাধবোধও কাজ করতো। তাই উইন্ডোজে যতক্ষণ থাকতে হয় ততক্ষণ ওপেনসোর্স সফটওয়্যারই ব্যবহার করতে শুরু করেছিলাম ততদিনে। কিন্তু লিনাক্সের ব্যপারে কোন জ্ঞান না থাকায়, এবং কোথা থেকে লিনাক্সের ব্যাপারে সাহায্য পাব এটা জানতাম না বলে লিনাক্স ব্যাবহার করা হয়নি।

যাই হোক, প্রথম আলোতে এবং নেটে অনেক পড়াশোনার পর মনে হলো উবন্তু ট্রাই করে দেখি। কিন্তু এই উবুন্তু পাওয়াটা এক সমস্যা ছিল। আইডিবিতে গিয়ে উবুন্তুর কথা বললে ওরা হা করে থাকতো যেনো আমি গ্রীক ভাষায় কথা বলছি। এরপর আইডিবিতেই দোতলায় একটা দোকান থেকে উবুন্তুর একটা সিডি ২৬০ টাকায় কিনেছি। আমি জানতাম এরা অনেক বেশি নিচ্ছে আমার কাছে- কিন্তু আর কোন অপশন ছিলনা।

যাই হোক, সব নভিস ইউজারের মতো কম্পিউটার পার্টিশন মুছে-টুছে এক বিচ্ছিরি অবস্থায় পড়েছিলাম। তবে তখন গুগল ও উবুন্তুফোরাম থেকে অনেক সাহায্য পেয়েছিলাম। আমি যেই ভার্সনের কথা বলছি সেটা ছিল সম্ভবত এজি এফট। এর পর আর আইডিবিতে গিয়ে আর কিনতে হয়নি। সিডি রিকোয়েস্ট করেই মাস খানিকের মধ্যে পেয়ে গেছি।

এতক্ষণের আমার এই লিনাক্সে যাত্রা শুরুর কাহিনী হয়তো অনেকের সাথেই মিলে যাবে। আমরা যারা লিনাক্স এবং ওপেনসোর্স ব্যাবহার করি তারা সবাই এই প্রয়োজনীয়তাটা বুঝি যে লিনাক্স এবং ওপেনসোর্স ছড়িয়ে দিতে হবে। যারা তথ্যপ্রযুক্তি জগতের খবর রাখে তারা জানে, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ এমেরিকায় লিনাক্স খুব ব্যাপক হারে প্রসার ঘটছে। অথচ আমাদের এই দেশে যেখানে লিনাক্সের প্রয়োজনটা আরো বেশি সেখানে আমরা লিনাক্স প্রসারে তেমন কোন ভূমিকা রাখতে পারছিনা। আমার গত দুই বছরে আমি আমার বন্ধু-বান্ধব, পরিচিতজনদের সাথে যখন যে অবস্থায় যাকে সম্ভব লিনাক্স ব্যবহারে উৎসাহিত করতে চেষ্টা করেছি।

কিন্তু এই চেষ্টাটাও ছিল বিচ্ছিন্ন। এবং আমি সব মানুষের কাছে একা পৌঁছতেও পারবনা। বাংলাদেশি বিভিন্ন অনলাইন ফোরাম, ব্লগ, বিভিন্ন কমিউনিটিতে ঘুরে এটা বুঝেছি যে লিনাক্সের ব্যাপারে মানুষের উৎসাহের কমতি নেই। তবে অন্যান্য পাইরেটেড সফটওয়্যার যেভাবে সস্তায় অহরহ পাওয়া যায় লিনাক্স ততটা সহজপ্রাপ্য নয়। আর লিনাক্স নিয়ে কিছু মিথ তো চালুই আছে।

অনেক্রই ধারণা লিনাক্স অনেক কঠিন অপারেটিং সিস্টেম যা শুধু প্রোগ্রামারদের জন্য, ডস মোদের মত কমান্ড লিখে কাজ করতে হয়- এইসব বহু ভুল ধারনা। এতক্ষণ যা বললাম লিনাক্স ছড়িয়ে দেওয়ার বঁধাগুলো। তো লিনাক্স এবং ওপেনসোর্স প্রসারে আমার ব্যাক্তিগত কিছু চিন্তাভাবনা এইখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই। যাদের লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের সিডি/ডিভিডি প্রয়োজন হবে তারা আমার সাথে মেইলে/ফোনে/চ্যাটে/ব্লগে/ফোরামে যোগাযোগ করতে পারেন। আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার ঠিকানায় যদি কুরিয়ার পৌঁছে তাহলে ইনশাল্লাহ আপনি সময়মত আপনার লিনাক্স সিডি/ডিভিডি পেয়ে যাবেন।

আমার কাছে এই মুহুর্তে যেসব ডিস্ট্রো আছে- # উবুন্তু ৮.১০ ইন্ট্রেপিড আইবেক্স # উবুন্তু ৮.০৪ ডিভিডি # উবুন্তু ৮.০৪.১ এল.টি.এস ভার্সন # উবুন্তু ৮.০৪- ৬৪ বিট # ফেডোরা ১০ # লিনাক্স মিন্ট ৫.০ (ডারিয়ানা) # ফেডোরা ৮ এবং ৯ ডিভিডি # জিওস গ্যাজেটস ৩.০ # ওপেনসুযে ১১.০ # ওপেনসোলারিস এ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কুবুন্তু ৮.১০, এক্সউবুন্তু ৮.১০ ডাউনলোড হয়ে যাবে। এরপর উবুন্তু ৮.১০ এর ডিভিডি ডাউনলোড করার চিন্তাভাবনা আছে। এ ছাড়া যাদের কোন না কোন কারণে উইন্ডোজ ব্যাবহার করতেই হচ্ছে এবং হয়তো লিনাক্স চালালেও ডুয়াল বুট করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য উইন্ডোজের প্রোপ্রায়েটারী সফটওয়্যারের বিকল্প ওপেনসোর্স সফটওয়্যার কম্পাইলেশন একটা সিডিও আমি তৈরী করেছি। এটাও বিনামূল্যে বিতরণের জন্যই। অনেকে হয়তো ভাবছেন বিনামূল্যে নিজের পকেটের টাকা খরচ করে এভাবে ডিস্ট্রিবিউট করা কতোটা যুক্তিযুক্ত? আসলে এই ব্যাপারে আমি অনেক ভেবেই এই সমাধানে এসেছি।

বাংলাদেশে অনলাইন ট্রানজ্যাকশনের অবস্থা এমনিতেই ভয়াবহ। সিলেট থেকে কেউ যদি আমার একটা লিনাক্সের সিডি চায় এবং শুধুমাত্র ৫০ টাকার জন্য আমি তার কাছে পৌঁছতে পারলাম না- ব্যাপারটা দুঃখজনক। লিনাক্স এবং ওপেনসোর্স আমাদেরকে পারস্পরিক সহযোগিতাই শিক্ষা দেয়। যে আমার কাছে এটা বিনামূল্যে নিচ্ছে এটা আসলে তার জন্য একটা উপহার। এভাবে অন্তত যারা লিনাক্সে আগ্রহী তাদেরকে লিনাক্সে নিয়ে আস্তে পারলেও অনেক হয়।

এরাও একসময় লিনাক্স প্রসারে কাজ করবে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানার জন্য আমি আগ্রহী Email me: IM me on yahoo: minus18_pundit Call me: 01730300511, 01911053256.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.