আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে মুক্তিযুদ্ধের পবিত্রতাকে অক্ষত রেখে

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

গত কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে ব্লগে আলোচনার ঝড় চলছে। কিছু পোস্ট পড়লাম পড়ে এইটুকু বুঝলাম যে অমি রহমান পিয়াল যৌবনজ্বালা নামে এক পর্নসাইটে যুদ্ধাপরাধীদের বিচার চাইছেন। সবাই এটাকে খুবই পজিটিভলি নিচ্ছেন। আসলেই এটা পজিটিভ ভাবে নেয়াটাই উচিত। কারণ উনার উদ্যোগটা এখানে মূখ্য বিষয়, কোথা থেকে করছেন এটা দেখা উচিত না।

তবে আমার মনে কিছু প্রশ্ন এবং কথা ঘুরপাক খাচ্ছে তাই পোস্টটা না লিখে পারছিলাম না। ধরলাম উনি সিগনেচার কালেক্ট করলেন তারপর উনি কি করবেন? প্রিন্ট দিয়ে প্লেন বানাবেন? নাকি পুড়িয়ে খই ভাজবেন? কিছু পোস্ট পড়ে এটাই বুঝলাম, ওই সাইটটিতে হিডেন ক্যামেরায় অথবা ব্ল্যাকমেইল করা কিছু ভিডিও দেখা যায়। এই নীতিবোধটুকু যদি কারো মধ্যে না থাকে তবে তাদের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার চেতনা কতটুকু আছে এটাই আমার বিস্ময়! আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটিয়ে, মা স্ত্রী সন্তান পরিজন ছেড়ে, শীতের রাতে পানিতে থেকে, কেউ কেউ নিজের শরীরে একটা অংশ বিসর্জন দিয়ে, কেউ কেউ নিজেদের জীবনকেই ত্যাগ করেছেন। তাঁদের আত্নত্যাগের কথা ভাবলে নিজের জীবন তুচ্ছই মনে হয়। তারপরও ভাবি তাঁরা যা দিয়েছেন সেটার আর যাই করি অন্তত অপমান করবো না।

কিন্তু হায় আমাদের কাছে আজ সব কিছুই চলে! আসন্ন নির্বাচনে মনোনীত যুদ্ধাপরাধী প্রার্থীকে নাকচ করে আপনার ভোটাধিকার পবিত্র রাখুন যুদ্ধাপরাধীদের বিচার চাই আমাদের সামু ব্লগের নতুন ব্যনার হয়েছে। ভোটাধিকার কিভাবে পবিত্র রাখবো? আমি ভেবেচিন্তে একজন প্রার্থীকে ভোট দিলাম যে যুদ্ধাপরাধীও না অথবা দুর্ণীতিবাজও না কিন্তু সে যে দলের প্রার্থী সেই দলের প্রধানই যখন দুর্নীতিবাজ, যখন সেই প্রধানই যুদ্ধাপরাধিদের বিচার নিয়ে কোন স্পষ্ট কঠোর অবস্থানের বলেন না। তবে আমরা আশা করবো কিভাবে? খুবই নিরাশ মানুষের মত কথা বললাম। আমি একবার এই যুদ্ধাপরাধীদের কেন স্বাধীনতার পর ছেড়ে দেয়া হয়েছিলো এ্টা বলেছিলাম একটা পোস্টে তখন সবাই আমাকেই উল্টা দোষারোপ করেছিলো, আমি কম বুঝি, পড়াশুনা করতে উপদেশ দিয়েছিলো। যখন আমাদের শরীরে আঘাতটা ছিল তখনই আমরা মলম লাগাই নি আজ আমরা আঘাতের দাগটাতে মলম লাগাতে চাই।

তবুও আশা করি একদিন অবশ্যই সেদিন আসবে..... পোস্টটা যেহেতু কারো ভাল লাগবে না তাই একটা গান শোনেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.