আমাদের কথা খুঁজে নিন

   

আমায় ছেড়ে পালাবি কোথায় বল?

নিজেকে হারিয়ে খুঁজি

মনে আছে? সেই, ভুল ঠিকানায় নীল খামের এক; ডাক পাঠানো? কিংবা সেদিন একলা দুজন, ভীড় ছেড়ে দূর কোন সে ঘাটে; শান বাঁধানো। নাম পরিচয় গোলক ধাঁধাঁয়, ভাবছিলি তুই; খুব তো এবার লুকিয়ে গেলি। ক্ষণিক মোহের ভালোলাগার কষ্টটাকে ছুঁড়ে ফেলে; ইচ্ছেগুলি পেছন ফেলি। ছন্দ কতো লক্ষ্যবিহীন, ভাসিয়ে দেয়া উদাস হাওয়ায়; অচীন পুরীর আড়াল থেকে; কথার মালায় ভাললাগার কুঁড়ি যেন ফুলের ছায়া; কাটতো সময় স্বপন এঁকে। তাইতো আবার কাছে আসা, শপথ ভুলে; পেরিয়ে যতো দুঃখ কাঁটার ছোঁয়ার ব্যথা। রাত জাগা কোন নিশাচরের ঘুম হারানো প্রহরগুলো, জুড়ে থাকে হৃদয় কথা। পাতা ঝরার প্রহর আবার আসলো জানি- ছলকে বুকের; ভরা চাঁদের কস্ট জোয়ার। হারিয়ে যাবি? তবুও কেন আঁকড়ে থাকি হাতখানি তোর; পরশ মাখি মিথ্যে ছোঁয়ার।?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।