আমাদের কথা খুঁজে নিন

   

Windows 8.1 x64 dotnet 3.5 Offline — Download Now

আসসালামু আলাইকুম। আজ আমি দেখাব কিভাবে Windows 8.1 এর 64bit এ dotnet 3.5 অফলাইন ভার্সন ইন্সটল দিবেন। যাহোক, প্রথমেই কিছু কথা বলে নেওয়া ভালো, Dotnet 3.5 ইন্সটল দিলে আপনি Previous Windows এ চালিত সফটওয়্যার বা গেমস বলেন যাই বলেন, আপনি আরামে ব্যবহার করতে পারবেন। অনেকেই ইতোমধ্যে Windows 8.1 ইন্সটল করেছেন। অনেকের মুখে শুনেছি এবার Microsoft তাদের নতুন OS  Windows 8 এর থেকেও উন্নত করেছে।

তবে Dotnet তো ব্যবহারকারীদের নিজ দায়িত্ব নিয়ে ইন্সটল করে নিতে হচ্ছে। যাহোক, সোজাসুজি এখন চলে যাব কাজে।
 
 
Step 1
 
At first এটা Download করে নিন।
 
Step 2
 
এবার আপনার C ড্রাইভ বা যে ড্রাইভে Windows 8.1 ইন্সটল করেছেন, তার বাইরে RAR ফাইলটি পেস্ট করে দিন। এরপর এক্সট্রাক্ট করে নিন।

বুঝতে না পারলে ছবিটি দেখে নিন।

 
Step 3
এবার ছবির মত File এ ক্লিক করে Open command prompt > Open command prompt as administrator এ ক্লিক করুন।

 
এরকম আসবে আশা করি।
 

 
এবার চটপট   dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:c:\net /LimitAccess    কমান্ডে লিখে ফেলুন। লক্ষণীয় যে, কমান্ড এ কপি-পেস্ট চলে না।

তাই লিখে নিতে হবে হাতে হাতে। লিখে এন্টার দিন। ভুল লিখলে ইন্সটল কিন্তু হবে না ! লেখা শেষে এন্টার চাপুন।

 
 
আশা করি ছবির ন্যায় আপনি সাকসেসফুল হবেন।
 
*******************
 
32bit ইন্সটল করে থাকলে আপনি আপনার ডিস্ক এর মধ্যে sources\sxs ডিরেক্টরিতে পেয়ে যাবেন।

উপরের নিয়মে আপনিও করতে পারেন .net 3.5 ইন্সটল। তবে আমি যে লিঙ্ক শেয়ার করেছি, তাতে 64bit ব্যবহারকারীরাই শুধু নামিয়ে ইন্সটল করতে পারবেন।
সমস্যা হলে পেজে বা কমেন্টে জানাতে ভুলবেন না।
 
আল্লাহ হাফেজ।
(প্রথম প্রকাশিত এখানে)


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.