আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় জাতীয় লিটল ম্যাগাজিন মেলা ২০০৮ শুরু হলো আজ



দ্বিতীয় জাতীয় লিটল ম্যাগাজিন মেলা ২০০৮ ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এই তিন দিনব্যাপী দ্বিতীয় জাতীয় লিটল ম্যাগাজিন মেলা ২০০৮ আজ আজিজ সুপার মার্কেট শাহবাগে শুরু হলো, রুখো মৌলবাদ, রুখো রাজাকার শ্লোগানকে সামনে রেখে। সকাল ১০.৩০ মিনিটে মেলা আহ্বায়ক লোক সম্পাদক অনিকেত শামীম-এর বক্তব্যরে মধ্য দিয়ে এর শুভ সূচনা হয়। নিসর্গ সম্পাদক সরকার আশরাফ-এর সঞ্চালনে একে এক বক্তব্য রাখনে র্দূবা সম্পাদক মন্ডলীর সভাপতি সোহলে রহমান, প্রবাহ সম্পাদক সাজ্জাদ আনসারী, বাঙলা সংস্কৃতি আন্দোলনরে পক্ষে আহমদে মুনীরউদ্দনি তপু, প্রতিরোধ র্পব-এর পক্ষে ফারুক ওয়াসিফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, মেঘ সম্পাদক শাহীন লতিফ, ব্যাস সম্পাদক রবিউল করিম। একবিংশ সম্পাদক ও সভার সভাপতি খন্দকার আশরাফ হোসেন এরপর মেলার শুভ উদ্বোধন ঘোষণা করনে। তারপর একটি র‌্যালি শাহবাগ হয়ে শহীদ মিনারে যায়। সেখানে শহীদমিনার পাদদেশে পুষ্পস্তবক ও ১ মিনিট নিরবতা পালন শেষে একটা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। মেলায় এখন পর্যন্ত মোট ২১ টি স্টলে ২৬ টি ছোটকাগজ অংশগ্রহণ করে। ১. শালুক ২. অগ্রবীজ ৩. শুদ্ধস্বর ৪. দূর্বা ৫. কুড়েঘর ৬. নিসর্গ ৭. ব্যাস ৮. ময়মনসিংহ জং ৯. বহুমাত্রিক ১০. দোঁআশ ১১. সাম্প্রতিক ১২. কবিতা সংক্রান্তি ১৩. একবিংশ ১৪. লোক ১৫. থিয়েটারওয়ালা ১৬. ডিঙ্গা ১৭. মুক্তির গান ১৮. ধাবমান ১৯. তবুও বাঁশি ২০. কবিতাপত্র ২১. চারবাক ২২.মেঘ ২৩. বৈঠা ২৪. শব্দপাঠ ২৫. অমিত্রাক্ষর ২৬. সুনৃত ও একটি সম্মিলিত স্টল যেখানে দেশের বিভিন্ন প্রান্তের ছোটকাগজ প্রদর্শিত এবং বিক্রি হবে। আশা করি সবাই আসবেন এবং মেলাকে সার্থক করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.