আমাদের কথা খুঁজে নিন

   

মিছিলের মুখেরা, আসতেছে ওরা

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

সকালে একটা পোস্ট দিছিলাম। একসময়কার এডাল্ট ফোরাম কিংবা পর্ণ সাইট নামের পরিচিত যৌবনজ্বালার ব্যাপক পরিবর্তন নিয়া। কি পরিবর্তন, কে করলো পরিবর্তন, আমার কি ভূমিকা ইত্যাদি নিয়া কথাবার্তা। আশার কথা ব্লগাররা মূর্খ না। তারা ঠিকই ধরতে পারছেন আমি কি বলছি।

অনেকে সংহতি জানাইছেন, আমার উপর আস্থা রাখছেন। এই কাজটা যে আমি করতেছি এইটা নিয়া আমার ব্লগে অনেক আগেই জানান দিয়া রাখছিলাম। আর আমারেও এত ভুদাই ভাবার কারণ নাই যে সবদিক ঠিকঠাক না কইরা আমি এইটা নিয়া মাতামাতি করবো। ভালো লাগছে ক্যামেরাম্যান, সামী মিয়াদাদের প্রতিক্রিয়া। অনেকে যৌবনজ্বালার উপর বিরক্তি নিয়াও আমারে পছন্দ করেন বইলা সংহতি জানাইছেন।

ধন্যবাদ সকলকে। এর মধ্যে ঘোলা পানিতে মাছ শিকারে নামছে যারা, তাদের নিয়া তো আমার কিছু বলার নাই। থাকতে পারে না। সাধারন ব্লগারদের মধ্যেই যেই প্রতিরোধ দেখলাম, তাতে আমি আপ্লুত। ব্লগে ছিলাম না অনেকদিন, যুদ্ধ যে পুরাদমে চলছে তার প্রমাণ পাইলাম তাদের জোশিলায়।

আইনে একজন পতিতারও অধিকার আছে তার উপর যদি অন্যায় জুলুম হয়, সেটার প্রতিকার চাওয়ার। সেটা সে পতিতা হইলেও। আর আমরা এইখানে নাগরিক অধিকারের কথা কইতাছি। সেইসব পোলাপাইনরে মোটিভেট করতেছি যারা শুধু এডাল্ট কনটেন্ট নিয়া পইড়া থাকতো, তাদের বলা হইছে এইবার দেশটারে ঠিক করো। পূর্বপুরুষের ভুল শুধরাও মামারা।

ছাগুরাম ও তার সাঙ্গাপাঙ্গাদের চেচামেচি হাস্যকর। একজন কইলো নটির পুতেরা অশিক্ষিত মানে চরম অশিক্ষিত। এই কথাটা আমার গায়ে লাগছে। কেনো লাগছে উদাহরণ দিই। দুবাই থিকা যৌবনযাত্রার আহবানে কিছু বাঙালী তাদের সংহতি জানাইছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে।

হাতের লেখা, নামের বানান কিংবা মন্তব্য পইড়া তাদের খুব উচ্চ শিক্ষিত মনে হয় না। কিন্তু দিলটা সাচ্চা। মুক্তিযুদ্ধে ৬০ভাগ মানুষই লড়ছে লুঙ্গি পড়া। গাও গেরামের মানুষ। জয় বাংলা ছাড়া কিছু বুঝে নাই।

ওই যে দিলে সাচ্চা! এরাও পরিবারের জন্য রক্ত পানি করা টাকা পাঠাইয়া না খাইয়া না দাইয়া বিদেশে পইড়া থাকে, শেখগো মাইর আর চোটপাটের উপর থাকে। তারপরও বিচারের দাবিতে সংহতি জানাইছে তারা। আর কিছু বলার নাই। অপূর্বর ফোনে হুমকি- তোরে নির্বংশ করা হইবো। অনেকগুলা ফোরাম সংহতি জানাইছে, তাদের সঙ্গে নিয়া প্রচারণার জন্য যে সাইট খোলা হইছে, সেইটাতে হ্যাকার এটাক করতাছে বারবার।

এতে কি বুঝলাম! আসলেই একটা গোলমাল আছে। আর আমরা যা করতাছি ঠিকই করতাছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।