আমাদের কথা খুঁজে নিন

   

কিঞ্চিৎ ফানপোস্টঃ মিছিলের উপকারিতা !!!



চারিদিকে মিছিলের ছড়াছড়ি । বিভিন্ন ধরনের মিছিল হয় যার মাঝে একটা আছে "জালিয়ে দাও পুড়িয়ে দাও" টাইপ । এসব মিছিলের অধিকাংশ অংশগ্রহনকারী জানে না যে কেন এই মিছিল করা হচ্ছে । মিছিলের (বিশেষ করে হরতাল মিছিলের) ক্ষয়ক্ষতি সম্বন্ধে আমরা সবাই জানি তবে এইসব মিছিলের কিছু উপকারীতাও! আছে । তুলে ধরলাম... এক্সারসাইজ: মিছিল করতে গিয়ে জোড়ে জোড়ে হাঁটার ফলে আপনার এক্সারসাইজের কাজটা অনেকটাই হয়ে যাচ্ছে ।

আবার পুলিশের দৌড়ানি খেয়ে খিইচ্চা দৌড় লাগাতে পারলে সেটা হবে আরও ফলপ্রসূ । "পুলিশের মাইর দুনিয়ার বাইর" বলে একটা কথা আছে । পুলিশের দৌড়ানি কারও কাছেই উপভোগ্য না । খাটো-মোটা করে এক ছেলে একদা সন্ধার পর মিছিলে পুলিশের দৌড়ানি খেয়ে প্রায় ৮ফুট উঁচু দেয়াল টপকিয়ে পালিয়ে যায় এবং পরদিন সেই উঁচু দেয়াল দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে... "how is it possible?!" ভাইরে আতঙ্কে মানুষ কিযে করে !!! ভোকাল: মিছিলে স্লোগান দেওয়ার ফলে আপনার কন্ঠস্বর হবে উন্নত । স্লোগান লিড দিতে পারলে আরও সুবিধা পাবেন তবে শরবত বানাতে যেমন লেবু বেশি কঁচলানো ভাল না তেমনি স্লোগান দিতে গিয়ে অধিক চিক্কুর দিয়ে গলা না বসানোটাই ভাল ।

পরিচিতি: এলাকায় আপনি একনামে পরিচিতি লাভ করবেন । এছাড়াও তা রাজনৈতিক মহলে আপনার সুনাম বয়ে আনবে । কারণ দেশ গড়ার! সপ্ন নিয়েই আপনি আজ রাজপথে । এছাড়াও মিছিল আপনার মনের সাহসিকতা বাড়িয়ে দেবে । এলাকায় সেইরাম! ভাব নিয়ে চলাচল করতে পারবেন ।

রাস্তাঘাটে দুচারটা সালামও পাবেন । আজ যেখানে আপনি আরেকজনের নাম নিয়ে চিল্লা-ফাল্লা করছেন,কাল সেখানে আপনার নাম নিয়ে অন্যরা চিল্লাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।