আমাদের কথা খুঁজে নিন

   

বুশকে জুতা মেরে বিদায় জানালেন অপহরণ ও নির্যাতনের শিকার সাংবাদিক মুনতাজের আল জায়িদী

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মুনতাজের আল জায়িদী জুতা ছুড়ে মারছেন বুশ আরবীতে থ্যাংক ইউ বলা শেষ করতেই "ওই কুত্তা! এই নে বিদায়ী চুমা!" বলে চিৎকার করে উঠলেন সংবাদ সম্মেলনের তৃতীয় সাড়িতে উপবিষ্ট কায়রো ভিত্তিক আল-বাগদাদিয়া চ্যানেলের সাংবাদিক মুনতাজের আল জায়িদী এবং নিজের জুতা খুলে একটার পরে একটা ছুড়ে মারলেন বুশের মুখ লক্ষ্য করে। বুশ একটা স্বাদ পেলেন ইরাকীরা প্রকৃত অর্থে তাকে কেমন চোখে দেখে! ২৬ বছর বয়স্ক মুনতাজের এর আগে প্রতিবেদন তৈরীর জন্য অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বুশ জুতার হাত থেকে বাচার জন্য নুয়ে পড়লেন। ছবি সূত্র পূর্বের ছবিতে। বুশ অবশ্য বেশ ভালভাবেই ডস মারতে পেরেছিলেন। তবে ইরাকী জনগনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় ধন্যবাদ দিতে ভুল করেন নি। আরবে জুতা নিক্ষেপ চরম অবমাননাকর বলে প্রতীয়মান হলেও বুশ বলেছেন এটা তার জন্য তেমন কিছু নয়। সম্ভবত তিনি জানেন এসব তার নিত্য চলার পাথেয়। উপরন্তু মজা করেছেন এই বলে যে যদি আপনারা জানতে চান আসল ঘটনা তবে আমি বলতে পারি যে নিক্ষেপিত জুতার সাইজ ছিল ১০! পরে বলেছেন, আমি জানি না নিক্ষেপকারীর কি উদ্দেশ্য ছিল, তবে আমি কোনই হুমকি বোধ করি নাই! নুরি আল মালিকি বুশকে ছুড়ে মারা জুতা থেকে রক্ষার চেষ্টা করছেন। মাইকেলম্যালকিন এর সাইট থেকে ছবি নেয়া দ্বিতীয় জুতার হাত থেকে বাচার প্রস্তুতি এবং অতপর বুশকে নিয়ে ভাগছে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.