আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি জানেন আপনার এখন কত শক্তি!!!! প্রয়োগ করুন এখুনি!!!

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/faisalrocks_1362317154_1-480499_10200096367710576_1392961036_n.jpg]

আমরা বাংগালীরা সবাই কমবেশী ভার বহন করতে পারি। অনেক সময় না চাইলেও করতে হয়। কেউ না কেউ সবসময় কোন না কোন বোঝা চাপিয়েই দেয়। কিন্তু এখন দিন পাল্টেছে। আপনার এখন অনেক শক্তি।

আগে ছিল না। এখন সময় এসেছে তা প্রয়োগ করার। হ্যাঁ, আপনার হাতেই আছে সেই শক্তি!! এবং তা লুকানো আছে! কিভাবে??? আপনারা জানেন এবারের নির্বাচনে একটি নতুন প্রক্রিয়ায় নির্বাচনী প্রার্থীর মূল্যায়ন করা সম্ভব । তা হলো "না" ‍‍ভোট দিয়ে আপনি ঘোষনা করতে পারেন যে এই নির্বাচনী এলাকায় কেউই নির্বাচনের যোগ্য নয়। নিয়মানুসারে যদি ৫০% এর বেশি 'না' ভোট পড়ে তাহলে ঐ এলাকায় পুনরায় নির্বাচন সম্পন্ন করতে হবে।

তাহলে এখানে মজাটা কোথায়? শক্তির কি আছে? এবারকার বেশীরভাগ প্রার্থী সেই সময়কার ঘুণে ধরা রাজনীতির বাহক/ধারক! এদের আর কত উন্নতি সম্ভব? আমরা যদি বার বার এদেরকে না ভোটের মাধ্যমে বয়কট করতে পারি তাহলে তারা বুঝতো মানুষ এখন আর অসহায় নয়। আগে তো মানুষ যোগ্য প্রার্থী না পেলে ভোট কেন্দ্রেই যেত না কিংবা উপায় না দেখে বাধ্য হয়ে কোথাও সিল মেরে দিয়ে আসতো। কিন্তু এখন??? একসময় তারা বাধ্য হবে ভাল একজন 'মানুষ' দিতে। অনেকটা ট্রায়াল এন্ড এরর মেথডের মতো। এ বিষয়ে আসলে ব্যাপক সচেতনতা দরকার।

'না' বিষয়ে কোন এক এলাকা যদি ব্যাপক সচেতনতা লাভ করে তবে প্রতিবার সেখানে প্রার্থী দেয়ার আগে তার যোগ্যতার ব্যাপারে অন্তত দশবার চিন্তা করবে! ব্যক্তিগতভাবে এ বিষয়টি জানার পর আমি খুবই আশাবাদী। কিন্তু দুটি শংকা রয়েছে আমার... ১. এদেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত ও হুজুগপ্রিয়! এদের কাছ থেকে কতটুকু সাড়া পাওয়া যাবে??? ২. ৫০% না করে যদি কমপক্ষে ৩৩% করতো (২৫% হলে আরও ভাল হতো...তাহলে দুরু দুরু বুকে প্রার্থী আল্লাহকে ডাকতো) তাহলে কি ভাল হতো না??? আপনারও কি আশাবাদী???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.