আমাদের কথা খুঁজে নিন

   

ঘোড়ার ডিম

মুক্তিবাদী চেতনার প্রদীপ জ্বেলেছে তারুণ্য । খুবই রোমান্টিক স্লোগান। যে টাটকা খুনগুলো প্রতিদিন হচ্ছে। তার জন্য তরুনদের কোন প্রদীপ জ্বলছে না কেন ? যুদ্ধাপরাধীদের বিচার সব দেশেই হয়। বহু বহু বছর পরেও হয়।

কিন্তু সদ্যকৃত অপরাধগুলোর সুরাহা হয় আগে। তার পরে বাসী অপরাধ। তাহ্ রীর স্কয়্যারের মত কিছু করার একটা চেষ্টা চলছে। তার অনুকরণে শাহ্বাগ মোড়ের নাম দেওয়া হয়েছে তারুণ্য স্কয়্যার। নাইন ইলেভেনের নকল করে যেমন ওয়ান ইলেভেন বলা হয়।

মানিকগঞ্জেও বাসে ধর্ষন হয়েছিল কিন্তু দামিনীর মত কিছু করতে পারি নি আমরা। আমরা যতটা বাকপটু, কাজে ততই অসাড়। আমার ধারণা দুইদিন গানা বাজানা শেষে ব্যাটারী ফুরিয়ে গেলে আমাদের বেলুন চুপসে যাবে। নিজেদের বিপ্লবী জাতি হিসেবে যতই ঢাকটা পেটাই, আমরা জানি আমরা কতখানি ফাঁকা কলসী। এ দেশে ভাল মানুষের জামানত বাজেয়াপ্ত হয়।

পুলিশ সবচেয়ে করাপ্টেড। সাগর রুনীকে নিয়ে কত কাহিনীই না হল। আসলেই বলদা জাতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।