আমাদের কথা খুঁজে নিন

   

গাধা ঘোড়ার গল্প

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... ঘোড়া আর গাধার মধ্যে বাকযুদ্ধ ঘোড়া গাধাকে বলছে " তোর নাম যে গাধা এটা যে রাখছে হেয় একটা কামের কাম করছে" গাধা উত্তর দিচ্ছে "কেন"? আমি আবার কি করলাম। আমি কি তোর বাড়া ভাতে মই দিলাম নাকি? ঘোড়া: কি করছো বুঝছোনা চান্দু... তুমি যেই দেখলা আমি নদীতে নেমেছি, অমনি করে নদীতে ঝাপিয়ে পড়লে। । তাতে তোমার কি এমন মহাভারত অশুদ্ধ হইলো শুনি মহাঙ্ঘানি বন্ধু আমার। আমি বহুত দিন নদীর পরিস্কার জলে একটু স্নান করিনা।

আজ যখন তোরে দেখলাম চিত হইয়া ঘুমতাছিস। তখনই ভাবলাম যাই গাধাটা ঘুমাচ্ছে এই ফাকে নদীতে গোসল করে আসি। যেই আমি আইলাম তুমিও পিছন পিছন আইলা। কেন? আরে বন্ধু তুমি যখন গেলা তখন আমি তোমারে ধোকা দেওনের লাগি একটু ঘুমের ভান করছিলাম, এই আর কি? আচ্ছা গাধা সাহেব আপনে এসেছেন দেখে আমি মহা খুশি। এবার দয়া করে আমার উপরে না নিচের দিকে যান।

কেন? কেন আবার আপনি যে অযথাই উপরের পানি ঘোলা করতাছেন। এইটা কি বুঝছেন। এইজন্যই লোকে কয় গাধা পানি ঘোলা করে খায়। দোস্ত, লোকে যায়ই বলুক, তুমি এ কথাটা বলোনা প্লিজ। কেন? শরম লাগে নাকি? সত্য বললেই একটু আধটু লাগেই আর কি? আহারে দো্স্ত তুমারে নিয়াওতো লোকে কতো কিছু কয়? ঐ মুখ সামলায়ে কথা কবি? আমারে নিয়ে মানসে কি কয়? ঐ যে মানসে কয় তুমরা নাকি খাড়াইয়া ঘুমাও।

হু, ঘুমাই তাতে তোমার কি সমস্যা। আমার ঘুম আমি খাড়াইয়া ঘুমাই আর শুয়ে ঘুমাই তাতে তুমি বলার কেডা। এইতো দোস্ত আসল জায়গায় হাত পড়েছে। নিজেরটা বুঝ ১৬ আনা। আর আমারটা বুঝনা এক আনাও।

আমার পানি আমি ঘোলা করে খাই তাতে তোমার জ্বলে কেন? : পুণশ্চ: আমাদেরও অবস্হা এই গাধা-ঘোড়ার মতনই । অন্যের ভালো গায়ে সয়না। আর সত্য কথা বলেলেই মিয়াজি খারাপ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।