আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার মনির হাসানের প্রতি



Click This Link আপনার লেখা আমার সবসময় ভাল লাগে। কিন্তু কোরবানী ঈদের এই আচারকে এভাবে ব্যাখ্যা করাটা ভাল লাগল না। এদিন আমিও নিজ হাতে পশু জবেহ্ করি। তার ভেতর কোন নৃশংসতা বোধ কাজ করে বলে মনে হয়না। আর খালের কথা বলছেন? সে টাকা দরিদ্রদের মাঝেই বিলিয়ে দেই।

সঠিক কোন নিয়ম না থাকলেও রান টা বেয়াই এর বাসায় আর সিনা টা ফ্রিজে তুলে রাখিনা। চেষ্টা করি আশেপাশের সেইসব দরিদ্রদের ঘরে পৌছে দিতে যাদের দুয়ার পর্যন্ত সাধারনত সারাবছর ভাল কিছু পৌঁছে দিতে পারিনা; হয়ত সামর্থের অভাব। আর অনাহারী অর্ধাহারী সেজনেরাও এদিন ভাল কিছু মুখে তোলার আশায় অপেক্ষা করে থাকে। আপনি এটাকে নৃশংশতা বলবেন? বাই দ্য ওয়ে, আপনি কি ভেজিটেরিয়ান? আপনি কি জানেন শিকাগোতেই রোজ কত গরু স্লটার্ড হয়? সবসময়েই উল্টোস্রোতে চলতে হবে তার কোন মানে নেই। স্রোত সব সময় অকল্যানকরও হয়ত না।

ভাল থাকবেন আশা রাখি। ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.