আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানীর গরু কাহানী-১

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মামু গরু কিনছে গতকাল। ঈদের আগে গরু কিনলে নগরকেন্দ্রিক জীবনে যে সমস্যা প্রকট হয়ে দাড়ায় তা হলো গরু কোথায় রাখবে। অধিকাংশ বাড়ীর মালিক বাড়ীর নীচে গাড়ীর গ্যারেজে গাড়ীর পাশাপাশি গরুকে রেখে দেন। মামারাও তাইই করেন। কারন তাদের এতোদিন গাড়ী ছিল না।

কিছুদিন হলো গাড়ী কিনেছেন ফলে গাড়ী রাখলে গরু রাখা যায় না আর গরু রাখলে গাড়ী থাকে না। দুজনেরই প্রেস্টিজ ইস্যু। আর যেহেতু কাউকে ছাড়াই চলবে না তো কি করা যায় এটা নিয়ে বহুত চিন্তা ভাবনা। বহুত ভাইবা একটা বুদ্ধি বাইর করন হইলো যে গরু রাখা হইবেক ছাদে। ছাদে একটি ছোট ঘর আছে, সেখানে গরু রাখা হবে আর কোরবানীর পরে একবারে টুকরো আকারে মাংস নীচে নেমে আসবে।

কাজেই তাদের গরু এখন তিনতলার ছাদে অবস্থান করতেছে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।