আমাদের কথা খুঁজে নিন

   

আমারে কেক, কুক খাওয়ান গো আম্নেরা

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

তেনা প্যাঁচাইনা। ডাইরেক্ট একশনে যাইতেছি। আমি এখন এতটাই আনন্দে আছি যে আম্নেরা কইলে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি "চাকরের প্রেম" কিংবা "শালীর জন্য মরতে পারি" এক সিটিং এ বইসা গিলতে পারুম, দেলোয়ারের পায়জামা খোলা ভিডিও দেইখা বেচারার কষ্টে হাসুমনা, ডাইলে লবণ না হইলে জামাইরে ঝাড়ি দিমুনা, ঈদে সারাদিন কামলা খাটুম হাসিমুখে, আফামনিগো মুখে শাড়ি-গয়নার গল্প শুনলে লেছকার দিমুনা, মাইয়া মানুষরে 'জিনিষ' কইলে কাউরে কইষা থাপ্পড় দিতে চাবোনা, ফটরফটর হিন্দী শুনলে আ-মরি বাংলা ভাষার ইতিহাস গামুনা, তিশমার কথা শুইনা 'ছাগলী' ডাকুমনা, হাসিনা-খালেদারে কিছুক্ষণের লিগা গাইল পাড়ুমনা, আরো অনেক বিরক্তিকর কাজই হাসিমুখে কইরা ফেলতে পারুম।

ঘটনা হইল, আইজকা দুপুরে জানলাম University of Newcastle, অস্ট্রেলিয়াতে আমার PhD স্কলারশিপ হইছে। আগামী ফেব্রুয়ারি থিকা কেলাশ। অবশেষে সিএসই-র সাথে আমার এত বছরের সহবাস জলাঞ্জলি দিয়া School of Education এর লগে গাঁটছড়া বাঁধতে যাইতেছি সুসংবাদ জানায়া ভাব নিতে চাইনাই। আপনজনরে না জানাইলে ভালো লাগেনা। দোয়া কইরেনগো আম্নেরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.