আমাদের কথা খুঁজে নিন

   

অবিবাহিত ব্যাচেলর!!!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

বাংলা ভাষা তোমাকে সালাম!!! কত কত শব্দের যে মুখোমুখি হব! নচিকেতার এক গানে শুনেছিলাম, পুরুষ মানুষ দুই প্রকারঃ জীবিত আর বিবাহিত!!! কিন্তু আজও আরও পুরুষের প্রকারভেদ পেলাম এ নিয়েই এই পোষ্ট!! ৯ই ডিসেম্বর বাংলাদেশে ঈদের দিন আর ঐদিন এখানে বিশ্ববিদ্যালয়ে ফরেন স্টুডেন্টদেরকে নিয়ে স্থানীয় স্কুলের বাচ্চাদের সাথে একটা অনুষ্ঠান হবে, বাচ্চারা আমাদের কাছ থেকে আমাদের দেশ, সংস্কৃতি, জীবনধারা সম্পর্কে শুনবে, এনিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম, যে আমাকে কিছু ছবি দেবার জন্য! অনেকের কাছ থেকে আশাতীত সাড়া পেয়েছি, তাদের ছবি, আমার কিছু ছবি আর নেট থেকে ছবিগুলো সাজাচ্ছিলাম আর জাপানিজে কোটেশন দিচ্ছিলাম, এভাবে ব্যস্ততার মাঝেই ছুটির দিনটা যে কিভাবে পার করলাম, আল্লাহ মালুম। এখন শেষ পর্যায়ের কাজ করছি, এরই মাঝে সেলফোনে রিঙ! বিরক্তি নিয়ে তাকালাম সাময়িক কাজের ব্যঘাতের জন্য! দেখি জাপানের এক হালাল শপের মালিক (ওনার কাছ থেকে কলিং কার্ড নিই, এভাবে পরিচয়) এর ফোনকল। রিসিভ করতেই বলল, কি ভাই সামনে ঈদ, পোলাও এর চাল, মাংস নিবেন না, ভাবী-বাচ্চারা আছে , নিবেন না?? (বিয়েই করলাম না, আবার বাচ্চা )আমি বললাম ভাই আমিতো ব্যচেলর, আর উনি(আমার সাথে আর একজন বাংলাদেশী ভাই আছেন, তিনিও শপের মালিকের সাথে পরিচিত) বিবাহিত কিন্তু ভাবী বাংলাদেশে! আর বললাম, আমি কঠিন কোন রান্না করতে পারি না, দেখি লাগলে জানাবো! পরে শপের মালিক বললেন, ও আপনি (মানে আমি) অবিবাহিত ব্যচেলর আর উনি (সাথের বাংলাদেশী) বিবাহিত ব্যচেলর!!!!!!!!!!!!!! সারাদিনের জঘন্য ব্যস্ততার মাঝে এই কথা শুনে হাসি আর আটকাতে পারলাম না! তাই আপনাদের সাথে...........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.