আমাদের কথা খুঁজে নিন

   

আপুদের জন্য ( অবশ্যই অবিবাহিত)

মহলদার
যেসব আপুমনিরা এখনো বিয়ে করেননাই, মানে ইয়ে, মানে বিয়ের কথা মুখ ফুটে বাড়িতে যারা বলতে পারছেন না তাদের কথা চিন্তা করে তাদের জন্য এই গানটি দিলাম। কিছুই করা লাগবে না, শুধু গানটা ডাউনলোড করে হাই ভলিউমে বাড়িতে দুই একবার বাজাবেন। ব্যাস, কাজ শেষ। কেউ জিজ্ঞেস করলে বলবেন এটা একটা জনপ্রিয় গান। আর কিচ্ছু লাগবেনা, দেখবেন কাজ যা হবার হয়ে গেছে।

আপনাকে নিয়ে শুরু হয়ে যাবে নতুন চিন্তা ভাবনা। গানটির কথা গুলো এই- বউদিদি গো আমার আইবুড়ো নাম আর ঘুচল না(২) কত ফাগুন তো এল তবু আমার লগন এল না বউদিদি গো আমার আইবুড়ো নাম আর ঘুচল না। (২) বউদি আমার লক্ষ্মী তুমি আমি সে তো জানি আমার কথা সময় করে ভেবো একটু খানি তুমি ভেবো একটুখানি(২) এরপরে বুড়ি হলে(২) বিয়ে তো কেউ করবে না বউদিদি গো আমার আইবুড়ো নাম আর ঘুচল না। (২) আলতা পরিয়ে দেব বেঁধে দেব চুল সব কাজ করে দেব হবে না তো ভুল আমার হবে না তো ভুল। (২) শুধু দাদাকে (২) একবারটি বুঝিয়ে তুমি বলো না বউদিদি গো আমার আইবুড়ো নাম আর ঘুচল না।

(২) কত ফাগুন তো এল তবু আমার লগন এল না বউদিদি গো আমার আইবুড়ো নাম আর ঘুচল না(২)। (গানটির অডিও লিংক) শিরোনামটা আপুদের উৎসর্গ করা হলেও গানটির সাথে আমার আরো কিছু বলার উদ্দেশ্য আছে। গানটি স্বপ্না চক্রবর্ত্তীর গাওয়া তৎকালীন অসম্ভব জনপ্রিয় একটি গান। ঠিক কোন সময়ে গানটি রেকর্ড হয়েছিল তার কোন তথ্য আমার হাতে নেই। তবে ভারতীয় অন্যসব জনপ্রিয় গানগুলো যে সময়ে হয়েছিল ঠিক সেই সময়েই এই গানটি গাওয়া হয়ে থাকবে বলে আমার ধারণা।

ছোটবেলায় কোন বিয়ে বা যে কোন অনুষ্ঠানে প্রায়ই গানটি বাজতে শোনা যেত। কিন্তু কালের আবর্তে অনেকটা হারিয়ে গেছে গানটি। এই শিল্পীর আরো অনেক গানই আছে এরকম জনপ্রিয়। তার গাওয়া দুটি এ্যালবাম ও আছে আমার সংগ্রহে। যাই হোক আসল কথায় আসি।

বাংলা গানের কথায় প্রেম, বিরহ, যৌবনের আবেগ প্রভৃতি বিষয়গুলো এসেছে সেই শুরু থেকেই। এই ধরনের চটুল ঢংয়ের গানে বিশেষ করে পিরীতির জ্বালা, রসের নাগরের সাথে প্রেম প্রভৃতি বিষয়গুলোর উপস্থাপনা লক্ষ্য করার মত। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে তখনকার ভাষার উপস্থাপনা, গায়কি ঢং কিংবা সুর কত মধুর, মার্জিত। কিন্তু এখন কি অবস্থা বিরাজ করছে আমাদের এই ধরনের বাংলা গান গুলোর? কি অশ্লীল কথা, বাজে সুর! সাথে আবার কিরকম জানি একটা সাউন্ড ইফেক্ট ও দেয় শুনেছি। আর এর যে ভিডিও চিত্র নির্মান করা হচ্ছে তা তো আর বলার অপেক্ষা রাখে না।

আরো অবাক করার বিষয় হলো, আমাদের টিভি চ্যানেলগুলো ও এসব গান প্রচার করছে সমানে। আমাদের এই ডিজুস প্রজন্ম ও গোগ্রাসে গিলছে সেগুলো। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছে আমাদের সংস্কৃতি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।