আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি বলছি আমি অবিবাহিত __________

রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই টাকা দরকার তাই প্রাইভেট বা কোচিং এ মাস্টারি টা অঘোষিত পেশা হিসাবে নিছি । গত কয়েক বছর থেকে চলছে এইটা , ভালই চলছিল সব। বাসায় গিয়া পড়াই তবে মেয়েদের না, কারন ভেতর থেকে মনে টানে না ।

পড়াইতে গিয়া যে আপত্তিকর অভ্যাস ছিল আজ তার কিছুই নাই। পুরা সফেদ মানুষ হইয়া গেছি । এখন একটা মেয়ে কে দেখলে কোন মন্তব্য তো আসেই না বরং দায়িত্ব শীলতার পরিচয় দেই। আল্লাহ্‌ কে অশেষ ধন্যবাদ তিনি আমাকে রক্ষা করেছেন। কোচিং এ পড়াইতে গিয়া অহরহ আমি মিথ্যা কথা বলে যাইতাছে আর টা হল " আমি বিবাহিত" এর কারন আছে তা হল ' ৮ ম - ইন্টার পর্যন্ত আমার ৪ টা ক্লাস নিতে হয় ।

এই ক্লাস গুলাতে অনেক মেয়ে আছে যারা আমারে কিছু বলতে চায় , তাদের মোভমেণ্ট ভালো ! তবে আমি শিক্ষক হিসাবে আমার কাছে আপত্তি জনক । এমন তাই তো আমি বুঝি । বিভিন্ন সময় তাদের মাঝে কেঊ কেঊ আমার খোজ খবর বেশী নিতে চেষ্টা করে । সবই বুঝি কী আর বলি ,একা একাই হাসি । বিষয় টা একসময় আমার কাছে বিরক্ত লাগছিলো , এর থেকে রক্ষা পাওয়া দরকার , টা না হলে আমার এই অঘোষিত পেশা টা ছেড়ে দিতে হবে ।

আর ছেড়ে দিলে মোটামুটি অর্থ কষ্টে ভুগতে হবে। আর ওরা যা চায় তা আমারে দিয়া হবে না। শিক্ষক হউয়ার কোন ইচ্ছাই আমার নাই , কিন্তু এই পেশার প্রতি আছে অগাধ সন্মান আর স্রধা । কিভাবে এই অবস্থা থেকে বার হউয়া যায় ভাবা শুরু করলা__ একদিন মাথায় বুদ্ধি আসল আমি যদি যাইয়া কই যে আমি বিয়া করছি তাইলে শেষ রক্ষা হতে পারে , যা ভাবা তাই কাজ। ।

ক্লাস এ গিয়া গল্প শুরু কোড়লাম এক ফাঁকে কইলাম বিয়া করে বিপদে পড়ছি ,না কোড়াঈ ভালো ছিল । প্রথমে কেঊ বিশ্বাস কোড়টে চাইলো না। এমন ভাবে উপস্থাপন করলাম সবাই মেনে নিলো । এক বছর হল আর সমস্যা নাই। সবাই জানে আমি বিবাহিত ওরা এখন মাঝে মাঝে ভাবীর খোজ নেয় আর আমি অবলীলায় মিথ্যা বর্ণনা দিয়া যাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.