আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম পারমানবিক বিদুৎ প্রকল্পের উদ্বোধন ২ অক্টোবর

দেশের প্রথম পারমানবিক বিদুৎ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ অক্টোবর এ প্রকল্পের উদ্বোধন করবেন।
রাশিয়ার সহযোগিতায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে দু’হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে।
পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ অক্টোবর প্রকল্পের কাজ উদ্বোধনের সম্ভাব্য তারিখ আমাদের জানানো হয়েছে। আশা করছি ওইদিন প্রকল্প উদ্বোধন হবে।


এজন্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ সমন্বয়ে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে।
এদিকে, প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান শুক্রবার পাবনায় আসছেন।
তিনি এদিন দুপুরে রাশিয়ান প্রতিনিধি দলের সাথে ঈশ্বরদী পাকশীতে অবস্থিত বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন ও মতবিনিময় করবেন।
এছাড়া প্রতিমন্ত্রী আগামী শনিবার পাবনা সার্কিট হাউজে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরিত তার সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।


প্রকল্প সুত্র জানায়, ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে। এছাড়া দীর্ঘ মেয়াদে জ্বালানি সরবরাহ এবং ব্যবহৃত জ্বালানি ফেরত নেবে রাশিয়া।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় সমরাস্ত্র কেনা ও পারমানণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে ১২ হাজার কোটি টাকা পেতে তিনটি ঋণ চুক্তি সই হয়।
এর মধ্যে সেনা ও বিমান বাহিনীর সমরাস্ত্র কেনার জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৪ হাজার কোটি টাকার ঋণ নেয়া হবে।


গত ২ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজ একনেকে অনুমোদিত হয়।
গত ২৭ জুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এটোমস্ট্রয়এক্সপোর্ট- এর সাথে প্রথম চুক্তি সই হয়।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৭ কোটি টাকা। বাকি অর্থ ঋণ দেবে রাশিয়া।


২০১২-১৩ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই প্রকল্পের জন্য ৪২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ ছিল।
For daily bangla news update please visit here

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.