আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তি ভাবনাঃ টেলিসেন্টার তথ্যভাণ্ডার ও নাগরিক সেবা

লাইভ ওয়েব টিভি এর ব্লগ

আধুনিক তথ্যপ্রযুক্তির এ যুগেও বাংলাদেশে শহরের তুলনায় গ্রামে তথ্যপ্রযুক্তির সুযোগ সুবিধায় অনেক বৈষম্য। তৃণমূল পর্যায়ে এ বৈষম্য ব্যাপক। বৈষম্যের শিকার প্রধানত দেশের অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষ। এরা দেশের বৃহত্তম অংশ। তথ্য চাওয়া, পাওয়া এবং তা প্রকাশ করা একটি নাগরিক অধিকার।

তাই তথ্যবৈষম্য কমিয়ে আনতে দেশে তথ্যভাণ্ডার উন্নয়নের বিভিন্ন উদ্যোগ চলছে। কয়েক বছর ধরে বেসরকারি উদ্যোগে টেলিসেন্টারের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এসব টেলিসেন্টারের অবস্থা পর্যালোচনার জন্য ২০০৭-এ ইউএনডিপির অর্থায়নে হরাইজন স্ক্যানিং অব টেলিসেন্টারস ইন বাংলাদেশ শীর্ষক গবেষণা সম্পন্ন করা হয়। এ গবেষণায় চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে টেলিসেন্টার স্থানীয় মানুষের জন্য কী ধরনের তথ্য ও সেবা এবং তা কিভাবে পৌঁছে দেয়ার চেষ্টা করছে। এখানে বিশ্লেষণ করা হয়েছে সত্যিকারের স্থানীয় তথ্যচাহিদা কী এবং চাহিদা ও সরবরাহের মধ্যে দূরত্ব কতখানি।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অ্যাক্সেস টু ইনফরমেশন তথা এটুআই প্রোগ্রামের আওতায় ইউনিয়ন পরিষদভিত্তিক কমিউনিটি ভিত্তিক ই-সেন্টার এবং গণগবেষণা শীর্ষক যে গবেষণা চলছে এখানেও অনুসন্ধান করা হচ্ছে প্রচলিত পদ্ধতির বাইরে এসে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততায় কিভাবে তাদের সত্যিকারের তথ্যচাহিদা নির্ণয় করা যায়- সে লক্ষ্যে তথ্যের কার্যকারিতা যাচাই শীর্ষক আরেকটি গবেষণা পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন মানিক মাহমুদ। বিস্তারিত পড়তে ভিজিট করুনঃ http://www.comjagat.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.