আমাদের কথা খুঁজে নিন

   

আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না

স্বাধীনতা তুমি...যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা... www.rupok.net WwW.ArToNaD.CoM

(আমি ব্যক্তিগতভাবে সফটওয়্যার পাইরেসির বিরুদ্ধে, তবে যাদের এত টাকা দিয়ে সফটওয়্যার কেনার টাকা নেই, তাদের সাহায্য করতে অনাগ্রহ বোধ করি না। আর এই পোষ্টটি সম্পূর্ন শিক্ষামূলক কাজে লেখা হয়েছে। পোষ্টটি মূলত তাদের জন্য যারা কম্পিউটার বিষয়ে খুব একটা দক্ষ নন) অনেকেই দেখি আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) নিয়ে অনেক ঝামেলায় পড়েন, কেউ কেউ আইডিএম এর সিরিয়াল নম্বর দিলে ফেইক সিরিয়াল বলে, কেউ কেউ আনইন্সটল করে ফেসে গিয়েছেন কারন রেজিস্ট্রি ভ্যালুগুলা ঝামেলা করতেসে, তাই রেজিস্ট্রেশন হয় না। কারো কারো কিজেন কাজ করে না। আরো নানা ঝামেলা।

তো আসুন দেখি, আইডিএম ঝামেলা করলেও কিভাবে আইডিএম দিয়ে মজাসে কাজ করা যায়। (যারা প্রথমবারের মত আইডিএম সেটাপ দিচ্ছেন, তারা ধাপ ২ থেকে অনুসরন করুন। ) যারা সেটাপ দিয়ে পরে ঝামেলায় পড়েছেন, তারা প্রথমে http://www.revouninstaller.com/revosetup.exe এই লিংক থেকে রেভো আনইন্সটলার নামিয়ে সেটাপ দিন। তারপর নিচের মত করে আইডিএম আনইন্সটল করুন: এরপর এডভান্সড সিলেক্ট করে নেক্সট বাটন চাপুন। আইডিএম যদি রান করা থাকে তাহলে সিস্টেম ট্রে থেকে মাউসের ডান বাটন চেপে এক্সিট করুন।

এরপর আইডিএম এর ডিফল্ট আনইন্সটলার দিয়ে আনইন্সটল হবে। এরপর রিস্টার্ট চাইলে ক্যানসেল করুন। এরপর শুরু হবে রেভোর কাজ। লেফটওভার আইটেম স্ক্যান করা শেষ হলে নেক্সট বাটন চাপুন। এরপর হাইলাইট করা সবগুলো রেজিস্ট্রি কি সিলেক্ট করে নিচে ডিলিট বাটন চাপুন।

এরপর পিসিতে রেখে যাওয়া আইডিএম এর বাকি ফাইল ফোল্ডারগুলোও সিলেক্ট করে ডিলিট করুন। তারপর ফিনিশ বাটন চাপুন। ব্যাস, প্রথম ধাপ শেষ । এই সফটওয়্যারটি দিয়ে অন্য সব সফটওয়্যারও পুরোপুরি আনইন্সটল করা যায়। এবার দ্বিতীয় ধাপে Click This Link এই পেজ থেকে আইডিএম নামিয়ে সেটাপ দিয়ে ফেলুন।

সেটাপ কমপ্লিট হলে সিস্টেম ট্রে থেকে রাইট বাটন চেপে এক্সিট করুন। এরপর কিজেন ফোল্ডার থেকে কিজেনটা কপি করে যেখানে আইডিএম সেটাপ দিয়েছেন (বাই ডিফল্ট C:\Program Files\Internet Download Manager ) সেখানে কিজেন টা পেস্ট করুন। এরপর রান করে সিরিয়ালটা কপি করুন। প্যাচ ঠিকমত করা হলে নিচের মত দৃশ্য পাবেন। এবার আইডিএম রান করে হেল্প>রেজিস্ট্রেশন এ গিয়ে ইচ্ছেমত নাম ইমেল আইডি দিয়ে কপি করা সিরিয়াল নাম্বারটি দিন।

ব্যাস হয়ে গেল আইডিএম এর ঝামেলা থেকে মুক্তি। এবার ইচ্ছেমত ডাউনলোড করুন আইডিএম দিয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.