আমাদের কথা খুঁজে নিন

   

একটি আজীবন আইডিএম!! ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ;)

আইডিএম এর যে সিরিয়াল কী লাগে সেটাই আমার জানা ছিল না কয়েক মাস আগ পর্যন্ত। কি আর করবো বলেন? আমি এতো বছর কম্পিউটার নেয়ার পর সেইযে ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করলাম তখন কার কাছ থেকে যেই একটি আইডিএম এনেছিলাম সেইটাই এখনো ব্যবহার করে যাচ্ছি। আর এই অভাগা আইডিএম কে অন্তত আমি এই পর্যন্ত কোন সিরিয়াল কী চাইতে দেখি নাই  , তাই এতদিন আমার জানা ও হয় নাই যে সামান্য এক আইডিএম নিয়েও ব্লগে পোষ্টের ঝড় বয়ে গিয়েছে অনেক সময়!!

যাইহোক আগেই অনেকে দিয়ে গেছেন আজীবন আইডিএম আপনাদের সকল কেই। আজ শখ করে আমিও দিতে আসলাম। মূলত আমার এক বন্ধু এসেছিল আইডিএম নিতে।

ওর আইডিএম ও নাকি সিরিয়াল চেয়ে ধমকাধমকি শুরু করে দিয়েছে। তো ছেলেটা পেন্ড্রাইভ আনে নাই। আমি একটু আগে বললাম “সাইজ তো বেশি নাহ, যাও আমি আপলোড করে লিংক পাঠিয়ে দিচ্ছি”। তো আপলোড শেষে ভাবলাম “টিটিতে” যখন একাউন্ট একটি করাই আছে তবে এখানেও শেয়ার করে দেই। কারো কাজে লাগলে তো ভালোই হয়, আর না লাগলে নিজের জন্যই জমিয়ে রাখলাম!! কখন কবে আবার দুষ্ট হার্ডডিস্ক ঝামেলা করে তার তো ঠিক নেই।

এর আগেও দুইবার বদলাতে হয়েছে টাকা খরচ করে  ।

কপি.COM এ একটি আইডি করেছিলাম। কি আর আপলোড করবো আমি?? ১৭ জিবি জায়গা পেয়েছিলাম!! তাই মিডিয়া ফায়ার ছেড়ে একেই আজ কাজে লাগালাম।
যাইহোক নামিয়ে নিয়েন!! আর সাধারনত আগের কিঞ্চিৎ ভালো পোষ্টেই যেহেতু জাতির থেকে কোন কমেন্ট পাই নাই, আর এখানে তাই পাবার আশাও খুব একটা নেই। আনন্দ এখানেই যে অনেকদিন পর ব্লগ একাউন্ট খুলে কিছুক্ষণ প্যাঁচাল পারতে পেরেছি!! ভাবতে ভালো লাগছে লেখার প্রতি আগ্রহ এখনো আগের মতোই আছে, বরং খানিকটা বেড়েছে  ।


আর হ্যাঁ ছোট্ট একটা পোষ্টকে চুইঙ্গাম এর মতো টেনে লম্বা করার ক্ষমতা আমার কিছুটা হলেও আছে কি বলেন আপনারা? সবি আপনাদের দোয়া ও ভালোবাসা!! টিটির সবার প্রতি রইলো আমার ভালোবাসা!! একদিন মরে যাবো, ব্লগ ইনশাল্লাহ থাকবে। এই দুষ্টামি তখন হয়তো ঘুরে ঘুরে অনেকেই পড়ে ফেলবে!! আহা, সবি শূন্য, সব সময় বেঁচে থাকতে ইচ্ছে করে   ।  

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.