আমাদের কথা খুঁজে নিন

   

বিংশ শতাব্দীর নব্য ক্রীতদাস - মধ্যপ্রাচ্য কামলা ০৩

রাজা

আগের পর্ব Click This Link রিক্রুটিং এজেন্টের মিথ্যা আশ্বাস, বিদেশের রঙ্গীন হাতছানি, অনাগত ভিবষ্যতের স্বপ্ন, ভাগ্য পরিবর্তনের আশা, নিজের ও পরিবারের উন্নতির স্বপ্ন সব মিলিয়ে বিদেশেগামী লোকজন থাকে এক দোদুল্যমান অবস্থায় । আর এটারই সুযোগটাই কাজে লাগায় বাংলাদেশে নিযুক্ত রিক্রুটিং এজেন্টগুলো। হয়তো কোন কোম্পানীর দরকার ক্লিলিং লেবার সেক্ষেত্র রিক্রুটিং এজেন্ট বলবে তাদের সিটি ক্লিনিং বা হাসপাতাল ক্লিনিং এর প্রোজেক্টে লোক লাগবে। আমার ক্ষেত্রে দেখেছি এয়ারবেজ এর প্রোজেক্ট যখনই লোক আনা হতো তাদের শতকরা ৯০ জনকে পাঠিয়েছে এয়ারপোর্টের প্রজেক্ট এর কথা বলে। সাধারণত সেসব জায়গার লেবার রা তুলনামুলক ভাবে একুটু বেশী পয়সা আয় করতে পারে ।

রিক্রুটিং এজেন্টরা সেই সবজায়গার উদাহরন টেনে লোক পাঠায়। দেশে থাকতে কোন লোক হয়তো দেখে তার পাশের বাড়ীর বা পরিচিত কোন লোক বিদেশ থেকে দেশে ফিরে অনেক জিনিস পত্র নিয়ে বা তার অবস্থার পরিবর্ত করেছে । মূলত এতেই তারা সিদ্ধান্ত নেয় বিদেশ যাবার। চোখে থাকে রঙ্গীন স্বপ্ন আর স্বপ্ন পূরণের চেষ্টায় মরিয়া হয়ে উঠে বিদেশ গমনের। বাংলাদেশের কোন লোক যদি এদের দ্বারা প্রভাবিত হয় পা বাড়ায় তখন তার আর স্বপ্ন পূরন হয় না।

এরাই মূলত হয়ে উঠে ট্রাবলমেকার, মূলত এদের দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট হয়। বাংলাদেশ থেকে যখনই কোন লোক আসে তার চোখে থাকে অবারিত স্বপ্ন কিন্তু তার মানসিকতা তাতে বাধ সাধে। যেমন এখানে আসার পর থেকেই তার ভুলগুলি আস্তে আস্তে ভাঙ্গতে থাকে। হয়তো সে বাংলাদেশে থাকতে ভেবেছে বিদেশে যা কাজই দেওয়া হোক আমি করতে পারবো কিন্তু সে তখনও যানে না আসলে সে মানসিকভাবে তখনও প্রস্তুত নয়। প্রথম দিন যখন তাকে মরুর তপ্ত রোদে হলুদ ড্রেস পড়িয়ে এবং একটি রাস্তা পরিস্কারের ব্রাশ ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় রাস্তার এই অংশটুকু পরিস্কারের দ্বায়িত্ব তার অথবা কোন একটা অফিসে তাকে দেওয়া হলো এবং বলা হলো ঐ অফিসের সমস্ত টয়লেট এবং যাবতীয় পরিস্কার রাখার দায়িত্ব তাদের ।

ঠিক সেই মুহূর্তে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে, অনেকের মন সায় দেয় না এই কাজ করার জন্য,ফলাফল ১০০ জনের মধ্যে ৭০জন কাজ করতে অস্বীকার করে। বলে এজেন্ট তাকে এই কাজ দিয়ে পাঠায় নি। যথারীতি তাদের পাঠানো হয় কাজ করতে অস্বীকার করা জন্য এইচ আর এ সেখানে চলে তদন্ত, তাদের জিজ্ঞাসা করা হয় কি জন্য কাজ করবে না তাদের উত্তর মতকরা ৯৯ জনের একই, এজেন্ট তাদের এই কাজের কথা বলে নাই। ফলাফল রেসিডেন্স পারমিট রেখে ক্যাম্পে ফেরৎ পাঠানো হয়। এখানেই শুরু হয় স্বপ্নভঙ্গের খেলা.... চলবে


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.