আমাদের কথা খুঁজে নিন

   

বিংশ শতাব্দির শিখরে অবস্থিত চুরি বা ডাকাতি

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা কে বা কারা কত বৃহত বা বড় রকমের চুরি বা ডাকাতি করেছেন, তা সব সময় শুধু খবরেই আসে না, তা নিয়ে সিনেমাও তৈরী হয়। বিংশ শতাব্দির সবচেয়ে বড় চুরির ঘটনাটি কোনক্রমেই যাতে ইতিহাসে লিপিবদ্ধ না হতে পারে তার জন্য শক্তিধর দেশ ও দোসররা ইতিমধ্যে বহু সাফল্য ধর্জন করেছেন। সেটি আপনার মতে কি মনে হয়? ১। কাল সোনা চুরি ব ডাকাতি, বলতে চাচ্ছি তেলের খনির কথা? ২। সোনা( সোনার ইট ভল্ট থেকে ) চুরি ব ডাকাতি ? ৩। ডলার বা নগদ অর্থ(ব্যংক) চুরি ব ডাকাতি? ৪। হিরা চুরি ব ডাকাতি? না আপনার উত্তর বা অনুমান কোনটাই ঠিক হয় নি বা হবে না, কারন বিষয় আন্তর্জাতিক ভাবে প্রকাশের থেকে সুচারু পশ্চিমা নিয়ন্তৃত মিডিয়া লুকিয়ে রেখেছে, আর এটি হচ্ছেঃ- ফিলিস্তিনিদের জমি দখল। নিচে দেখুন কি পরিমান ফিলিস্তিনি জমি ইসরায়েল দখল করে এখন ফিলিস্তিনিদেরই জঙ্গি সাজিয়েছে। আসল জঙ্গি তো ইসরায়েল ও ইসরায়েল এর মদদ কারি প্রতিষ্ঠান বা দেশগুলো, তা নয় কি? মানচিত্রটি আমার এ্যবোটাবাদ এর স্কুলের সহপাঠি পাঠিয়েছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.