আমাদের কথা খুঁজে নিন

   

যাকে কেউ কেউ আজরাইল বল

সুন্দর সমর

যাকে কেউ কেউ আজরাইল বলে সেই মালেকুল মউতের কথা ভাবতে ভাল লাগে মনের উপর থেকে পৃথিবীর চাপ কমতে থাকে কখন কোন দরজা দিয়ে এসে দাঁড়াবে নাকি দরজা নয় জানালা নয় কোনো ফাঁক ফোঁকর নয় এসে দাঁড়াবে এসে দাঁড়াবে বেতার তরঙ্গ অথবা অদেখা আলোক রশ্মিস্তম্ভ যে ভাবে পৌঁছে যায়, কোনও ভাব বিকার নেই আবেগ আপোষ নেই তার সেই হাত বা হাতের মতো কিছু বাড়িয়ে দিবে বেদনায় হয়ত কুঁকড়ে যাব তারপর মুক্তিময় একটা পৃথিবীর ভেতর দিয়ে উড়াল উড়াল উড়াল মাটি ছেড়ে আসমানে উড়ে যাওয়া মুক্ত হওয়া খাঁচার পাখির মত অবিনশ্বর আবেশে আমোদে কেবল ভয় ওই ক্ষণিকের কুঁকড়ে যাওয়াকেই নিয়ে কেউ কেউ বলে ওই হল ভূমির শেষ টান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.