আমাদের কথা খুঁজে নিন

   

যাকে আমি প্রতিবিম্ব বলি

তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....

প্রকাশ্যে আমি ও উঠাই ঘৃণার চাবুক গোপনে কুকড়ে যাই ভয়ে,গুটিয়ে নেই জামার আস্তিন । প্রকাশ্যে আমার ও সরব প্রতিবাদে প্রকম্পিত রাজপথ গোপনে আমি ও কারো হাতের পুতুল হাটু গেড়ে বসে থাকি পদধূলির আশায় করুণা চাই তোমার,একবার হাত বুলাও আমার নতমস্তকে আশির্বাদে ধন্য হোক এ জীবন । মাননীয় কি জানেন,তারই করুনায় বিগলিত হব বলে প্রতারণা করছি পনের কোটি কুকুরে র বাচচার সাথে! খেতে দেব বলে লাথি বসিয়েছি পেটে, মূখের সামনে ঝুলিয়ে রেখেছি ঝলমলে আগামীর স্বপ্ন? প্রকাশ্যে আমি ও তাদের আপন সহোদর, গোপনে তাদেরকে ভৃত্য বলে মানি; বসে থাকুক নতজানু হয়ে করুনার আশায় আশা ভঙ্গের তীব্র বেদনা বুকে নিয়ে যখন-তখন খেপে উঠবেনা মানুষের মতো । গোপনে কিংবা প্রকাশ্যে আমি তো তাদেরই সহোদর মাননীয় খেপে উঠার স্বভাব হারিয়েছি জন্মদোষে ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.