আমাদের কথা খুঁজে নিন

   

শপথের নবর্বষ'৮৬ (৩০/১২/৮৫) গাজী ফরিদ আহম্মেদ

FROM MIRPUR DHAKA

জায়গা করে নতুন দিনের বিদায় নিল পচাঁশি, ছিয়াঁশি নিয়ে আসুক পৃথিবীতে নবর্বষের মিষ্টি হাসি। হাসতে আমি আর পারিনা কান্না ভরা বুক, হাসিতে আর নেই আনন্দ দুঃখতেই সুখ। মানুষ মরার খেলায় মেতে করছে সবাই যুদ্ধ, হাসিটা আজ মরার বুকের কারাগারে রুদ্ধ। মহাসুন্যেও যুদ্ধ হবে তারকারাও নেইকো বসে তাই কেউবা মারে কেউবা কাঁদে কেউবা ফোঁসে রূদ্ধ রোষে। উত্তপ্ত আজ ধরনীটা দন্দ-বিরোধ, বর্ণবাদে পালিয়ে গেল শান্তি কোথায় দারুন অপমান আর অপবাদে যুদ্ধভয় আর অপমানে চিরদিনই যে দুরে রবে, প্রান খুলে হাসতে হলে ফিরিয়ে তাকে আনতে হবে। তাইতো আজি নবর্বষে শান্তিটাকে বুকে ধরি "আজ থেকে আর যুদ্ধ নয়" এমন কোন শ্বপথ করি দ্ন্দ-বিরোধ যুদ্ধবাজী যতছিল পঁচাশিতে দুরে থাকুক যেই কলঙ্ক নবর্বষ ছিয়াশিতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.