আমাদের কথা খুঁজে নিন

   

শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নুলের রিট

দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট এবং এর ফলে শপথ কেন বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রিট করেছেন বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

নির্বাচনের গেজেট এবং এর ফলে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে সংবিধানের ৭ এবং ১১ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নতুন করে দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুনানির জন্য আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

রুল শুনানি না হওয়া পর্যন্ত দশম সংসদের অধিবেশন না বসতে এবং সংসদ সদস্যদের বেতনভাতাসহ পারিতোষিক প্রদান না করার আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ পাঁচ বছর। এর মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি। সংবিধানের ১২৩-এর ৩ অনুচ্ছেদ অনুসারে পূর্ববর্তী সংসদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সাংসদেরা কার্যভার গ্রহণ করতে পারবেন না। পরে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে তা অসত্য উদ্দেশ্যপ্রণোদিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.