সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
উন্নত বিশ্বে শিশুদের খাবার, থাকা, বেড়ে ওঠা এসব নিয়ে খুবই বেশী গুরত্ব দেয়া হয়। শিশুরা সুস্থ ও সঠিকভাবে যাতে বেড়ে উঠতে পারে, তার জন্য দেশের কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নীতিমালার যাতে সঠিক ভাবে বাস্তাবায়িত হয়, তা প্রতিটা বাবা-মাকেই নিশ্চত করতে হয়! কিন্তু আমাদের এই সব সম্ভবের এই দেশে এসবের বালাই নাই! যারা বেশী শিক্ষিত ও নগর জীবনে অভ্যস্ত তাদের মাঝেই শিশুদের পুষ্টি ও সঠিকভাবে বেড়ে ওঠা, সঠিক খাবার নিয়ে চিন্তিত দেখা যায়! মফস্বল শহর বা গ্রামে এর কোন চিহ্নই নাই! এছাড়া আমরা উপমাহদেশীয় লোকজন সম্ভবত দোমনা মানসিকতার, সহজেই কনভিন্স হয়ে পড়ে, যে যাই বলুক না কেন..............কারন এখানে সরকার বা যথাযথ কর্তপক্ষের পক্ষ থেকে কোনটা সঠিক আর কোনটা কতটা কার্যকর, এনিয়ে জানানোর কোন স্থায়ী ও যুগোপযোগী ব্যবস্থা নেই! ফলে নিজ নিজ প্রয়োজনে আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হয়, কোনটা নিব, কোনটা নেব না! অনেকসময় চটকদার বিজ্ঞাপন আমাদের স্বাভাবিক বিচারবুদ্ধির ক্ষমতাকে প্রকটভাবে প্রভাবান্বিত করে! যেমনটা ঘটছে দেশের বাজারে শিশুখাদ্য গুড়ো দুধ নিয়ে! এমন সব বাহারী আর উদ্ভট থিমের বিজ্ঞাপন দেখে বাবা-মারা সহজেই প্রলুব্ধ হচ্ছেন এসব ক্ষতিকর (কিছু কিছু ব্রান্ডের দুধে মেলামাইন পাওয়ায়) দুধ কিনতে! অথচ এছাড়া উপায়ও নাই তাদের, যে কোনটা সঠিক আর স্বাস্থ্যসম্মত, তা বেছে নেবেন! বাহিরের দেশে শোরগোল হলে তখণ হয়ত আমাদের দেশের সবার টবক নড়ে, যদি চীনা দুধে মেলামাইন না ধরা পড়ত, আমার বিশ্বাস আমরা দেদারছে এসব ব্রান্ডের দুধ ব্যবহার করতাম! তাই এমন আজাইরা থিমের বিজ্ঞাপন, যার বক্তব্যের সাথে বাস্তবতার লেশমাত্র নাই, যাতে টিভিতে প্রচারিত না হয়, এজন্য এখনই বাস্তববাদী সিদ্ধান্ত নেবার দরকার! কারন এসব বিজ্ঞাপনই প্রলুব্ধ করছে আমাদেরক নিজেদের পায়ে নিজেদেক কুড়াল মারা! তাই সঠিক ও বাস্তবাদী বিজ্ঞাপন নীতিমালা প্রনয়ন প্রয়োজন যাতে মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপনে বাস্তবতার মিল থাকে, এটা পরীক্ষা করার পর ঐ বিজ্ঞাপন যেন প্রচার করা হয়! তবে আশার কথা গুঁড়োদুধের ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য আদালতের আদেশ চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেছে মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এসব সংগঠনের পাশাপাশি শক্তিশালী জনমত গঠন হওয়া উচিত কোমলমতি শিশুদের খাবার নিয়ে এসব মুনাফালোভীদের ব্যবসা বন্ধ করতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।