আমাদের কথা খুঁজে নিন

   

গুঁড়ো শৈশব



মেঘচেরা বিজলীর জ্বলানেভা স্পন্দনে শো শো বাতাসের শ্বাস আর বৃষ্টির টুপটাপ কথা এখানেই হতো এখানেইতো অলিতে গলিতে রংধনু ছাড়তো হাক- রং নেবে রং চিবুকের ছায়া হতো চিল আর পাখপাখালীর গুঞ্জন মাখা ঠোঁটে বেহুলারা ছুড়ে দিতো অকাবাঁকা নদী এইতো সেই চাঁদ নামা উঠোন তারার সভ্যতা, গাছেদের মঠ টোল পড়া ফুলের বাগান আর জোনাকের ছুঁই ছুঁই ছুট এইতো ঘাসের রেস্তোরায় ফড়িং খাচ্ছে নাস্তা বাবুইয়ের ঝুল বারন্দা ঘেরা এই সেই নগর যেখানে দেখছো আজ বাকপটু ইট, তার নিচেই সমস্ত গুঁড়ো শৈশব আর পরিত্যাক্ত হৃদয়ের নষ্টালজিয়া... ২৬/০৮/০৮ মহাখালী, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।