আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি.....



আজ শাহিন বাগে গিয়ে ছিলাম এক বন্ধুর বাড়িতে। সকালের দিকে তাই ছোটে ছোটে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছিল। হঠাৎ করে গেটের দারেয়ান হাক দিয়ে উঠলেন, " যে যেখানে আছেন, দারিয়ে থাকুন ", আমি কিছু না বুঝে দারিয়ে পরলাম। দেখলাম আমার মতন অনেকে দারিয়ে আছে। কানে একটা আওযাজ আসাতে, পুরো বিষয়টা পরিস্কার হল।

" আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি....." জাতীয় সঙ্গীত শাহিন স্কুলে গাওয়া হচ্ছে। দারিয়ে রইলাম জাতীয় সঙ্গীত শেষ হয়ার প্রযন্ত। এমনটা খুব একটা দেখা যায় না। বেশি দেখা যায় সরকারি স্কুলগুলো তে। তাও যে খুব কঠর ভাবে হয় তা নয়।

বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলো কথা তো ছেরেই দিলাম, অনেক ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীরা জানেই না যে বাংলাদেশেরও একটি জাতীয় সঙ্গীত আছে। তারা ভারতীয় কালচার নিয়ে ব্যস্ত। শুধু ইংরেজি মিডিয়াম স্কুল কেন, বাংলা স্কুলগুলো স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের আগের দিন তাদের মনে পরে কি ভাবে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত, তখন তারা সব ছাত্র ছাত্রীদের মাঠে জর করে এবং তখন তারা ভাল ভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার চেস্ঠা করে। আর বাকি সব দিন, যে যেভাবে পার গাও। জাতীয় সঙ্গীত হয়তো ভাল জানি না বা গাইতে ভাল পারি না, কিন্তু তাই বলে একটু দারিয়ে থেকে সম্মান দেখাতে পারবো না।

আমরা সম্মান দেখানো তো দুরে থাক, আমরা কিনা জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গকাব্য রচনা করি। এহলো আমাদের জাতীয় সঙ্গীতের অবস্থা। আপনি কি পারেন পুরো জাতীয় সঙ্গীত টি গেতে? না জানলে এটি খুব অপমান জনক বিষয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.