আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বন্ধু'র ফোনালাপ!

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

বন্ধুর কাছে হঠাৎ ফোন করলাম। কিন্তু সে আমার মোবাইল নম্বরটি না চেনাতে মজা শুরু হল। বন্ধু : হ্যালো কে বলছেন? আমি ভাবলাম এইতো শুরু আমি : আমি মিঠু বন্ধু : তো কি চান? আমি : বন্ধুত্ব বন্ধু : দেখুন আমার মিঠু নামের কোন বন্ধু নেই। আমি : আচ্ছা আপনার বুঝি অনেক বন্ধু বন্ধু : জি, আচ্ছা আপনার কন্ঠটা পরিচিত মনে হচ্ছে। আমি : কেমন? বন্ধু : এই তুমি বিপুলনা আমি : আরে দুর, আমি বলছি আমি মিঠু।

বিপুলটা কেডা, এত বিপুল বিপুল করছেন কেন, মিঠু কি আপনার বন্ধু হতে পারে না। বন্ধু : না আমার এমনিতে অনেক বন্ধু, আমি : অনেক বন্ধুর মাঝে আমি একজন নতুন বন্ধু। বন্ধু : না না আমার আর বন্ধুর প্রয়োজন নাই, আমি : আচ্ছা আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার বর কই বন্ধু : আমার বর বিদেশে থাকে। আমি : তাহলোতে ভালই হলো। আপনারও বর নেই, আমারও বৌ নেই।

বন্ধু : বৌ-নেই মানে, আমি : বৌ মারা গেছে, এই যে, আমার মা মরা মেয়েটার সাথে কথা বলুন। ------------------চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.