আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ের শেষে পারভেজ রানা



আমার লেখা গল্প ঝড়ের শেষে যায়যায়দিনে প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ২০০৮ সালে আরও ৯টি গল্প নিয়ে ঝড়ের শেষে নামে প্রকাশিত হয়েছিল একুশের বইমেলায়। কিছু অংশ নিম্নে তুলে দিলাম। ভালো লাগলে জানাবেন। মেইল করবেন।

............... তারপর সেটি ছিল ঝড়ের রাত। সে এসেছিল ঝড়ের বেগে। অধরে অধর ছুঁইয়ে রচনা করেছিল সঙ্গীত। মোহনাতে নদী এস মিশেছিল। সঙ্গমে সুখ খুঁজে পেয়েছিল।

উদাম সাগরের উর্মিমালায় ভেসে গিয়েছিল দুজন। অবগাহনে সিক্ত হয়েছিল। সৈকতে নুড়ি নিয়ে খেলেছিল। বালুকাতটে রৌদ্র স্নান করেছিল। আলিঙ্গনে, নিষ্পেষণে মন্থন করেছিল তাকে।

দুজনে লীন হয়েছিল দুজনাতে। কেটে গিয়েছিল বাধাহীন সময়ে। ঘড়ির কাটা থেমে গিয়েছিল। তারা পাড়ি দিয়েছিল অনন্তকাল। নদীতে ভাটা শুরু হয়েছিল।

সময় ফুরিয়েছিল। তখরনা হয়তো দেয়া হয়নি সব কিছু। কী আরও পড়তে ইচ্ছে করছে? .............. যোগাযোগ রাখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।