আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ের পরে



অনেকটা বাবুই পাখির মতোই জেগে উঠেছিলাম, এই শতাব্দীর প্রথম প্রহরে । পুষ্প আর বৃষ্টি হাতে , মাঠ -ঘাট -তৃণ ও তারার মায়ায় , আরেকটি জন্ম বরণে। জন্মের জ্যোতিই প্রেম, উৎসবের আনন্দই গতি । যারা জ্যোতি এবং গতিকে দর্পণে খুঁজে , হয়তোবা তারাই এক সময় পেয়ে যায় মনের মানচিত্র। কোনো ভূমি-বৈভবই আমার আরাধ্য ছিল না। ছিল না বিত্তের ঋজু বন্দনা।শিল্পচিত্র অংকনে আমি কেবল খুঁজেছি নবীন তান্ডবের মুখ , আরেকটি ঝড়ের পরে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।