আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ের মাতম

এলো বলে যাইনি অবেলায় ঘাটে নিতে জল কদম ফোটাবে ত্বরা করে তাই চোখ টলটল গগণ গহনে বাতাস উদ্বেলিয়া আঁচড়ে পড়িছে ভাঙে ডালপালা ঝরিছে আম্রবালা উঠুনে রহিছে এসেছে ঈশানে পূবালী বায়ে ফোটায় ফোটায় কাঁদন রবে যাতন সহিবে যেন গন্ধরাজ খোঁপায় ঘরের চালা গাছের ডালা উড়িছে ঝড়ের মাতমে ভাসিছে,উড়িছে সোহাগ সংসার আর না থামে তবুও আসে বছর ঘুরে কষ্টে সগলের বুক ফাটে না সারিতেই ঘা আবার হানছে জমিনের ঘাটে দক্ষিণের সাগর উন্মাদ প্রতিবছর নানান নামে স্বপন কাড়ে নার্গিস,আইলা,মহাসেন তবু না থামে।।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।