আমাদের কথা খুঁজে নিন

   

একটি সিগারেট

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ

কষে একটা টান দিতেই একরাশ নিকোটিন গলা দিয়ে ঢুকে ফুসফুস ভর্তি হয়ে গেল। জীবনের সবকিছুরই অন্য রকম মানে হয়ে দাড়াল। দেখলাম এতদিন যা ভাবতাম সবই ভুল। জীবনের অনেকগুলো বছর আমি যা শিখতে পারিনি মাত্র কিছু দিনের মধ্যে তার ৪ গুণ শিখে ফেললাম। শিখলাম এই দুনিয়াতে আপন কেউ নয়।

সবাই পর। একবুক নীল ধোয়া দীর্ঘশ্বাসের সাথে বের হয়ে গেল। মনে হচ্ছে আমি যেন গাড়ির একজস্ট পাইপ। ভালো মানুষের জীবন গুলো সব চোখের সামনে প‌্যারালাইজড হয়ে যাচ্ছে। সময়টার যে কি হয়েছে মনে হচ্ছে হতচ্ছাড়া ট্রাফিক জ্যামে আটকে পড়ে আছে।

জ্যাম কিছুতেই কাটছে না। স্বপ্নগুলোর মনে হয় মরণব্যাধি ক্যানসার হয়েছে। আস্তে আস্তে সব কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে। দুঃস্বপ্নদের মনে হয় নতুন করে পাখা গজিয়েছে। সারাক্ষণ চোখের সামনে ফড়ফড় করে উড়ে বেড়াচ্ছে।

সুখের গায়ে চর্মরোগ হয়েছে। সারাক্ষণ কেন জানি শুধু চুলকায়। দুঃখের আগুনে কে যেন খাঁটি ঘি ঢেলে দিয়েছে। সবসময় মনের মাঝে দাউ দাউ করে জ্বলছে। এর উত্তাপে গায়ে ফোস্কা পড়ে যায়।

আমাদের আশার মাঝে কে যেন এক রাশ বালি ছিটিয়ে দিয়েছে। চোখের মধ্যে হয়তো বালি পড়েছে। তাই যখন তখন কারনে অকারনে পানি ঝড়ে। বেদনার সাথে শান্তি চুক্তি হয়েছে। ওরা কথা দিয়েছে সারাক্ষণ পাশে রবে।

ফিল্টার পুড়ে হাতে ছ্যাকাঁ লাগতেই এ্যাশট্রের মাঝে সিগারেটটা পিষে মারলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.