আমাদের কথা খুঁজে নিন

   

একলা আমি মেঘের কাছে যাবো

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আমার বই আমার ভাবনা নিজ লেখা নিজ সন্তানেরমত । । সেই ছোটবেলা থেকে লিখছি। যত্নে লালন করেছি বুকের মধ্যে গোপন প্রেমের মত মিষ্টি অনুভুতি । কখনো আলোর মুখ দেখেছে -কখন থেকেছে ডাইরির ভাঁজে ভাঁজে - প্রনয় মাল্য হয়ে ।

আর যখন আমার বইটা প্রথম আমার হাতে এলো -আমি পাগলের মত নাকের কাছে ধরে চোখ মুদে গন্ধ নিলাম প্রান ভরে । আমার বই - আমার সন্তান । আহা ! তোকে আমি একটু একটু করে জীবন দিয়েছি - বুকের গভির থেকে ভাবের রসে সিক্ত করেছি। আমার বইএর নাম একলা আমি মেঘের কাছে যাবো ...। ।

আমরা দুবোন - অসম্ভব মিল আমাদের । জন্মদিনটি ও এক। লেখালেখি করি বড় বোন শিমুল সুলতানা ও আমি বাবার উৎসাহে । গত বই মেলায় আপুর বই বের হলেও আমার প্রথম । একটু ভয় ছিল কিভাবে সবাই গ্রহন করে ! নন্দিতা প্রকাশনি থেকে আশার আলো পেল স্বপ্নেরা ।

চারু পিনটুর প্রচ্ছদ । প্রচ্ছদ দেখে যে কেউ বইটি থেকে চোখ ফেরাতে পারবে না । অসাধারন অনুভুতি! আমি মুগ্ধ !৩২- ৩৩ নম্বর স্টলে প্রথম ও ২য় দিনে সরবোচ্চ বিক্রি হল । আমি অটোগ্রাফ দিলাম অনেক বইতে । চোখে পানি এসে গেল ।

আনন্দের অশ্রু ,ভাল লাগার অশ্রু ! আমি লিখতে চাই - সবার ভালবাসা আমাকে আর ও সামনে এগিয়ে নিয়ে যাবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।