আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা দিনগুলি

তুমি কি আমায় ভাবো

এই আমি ভাবতেই অবাক লাগে। যখন আয়নায় নিজেকে দেখি আশ্চর্য হই। আমি তো অনেক বড় হয়ে গেছি, ভাবছো দৈহিক ভাবে? বড় হয়েছি মানসিক ভাবে। দৈহিক তো সেদিন ও এমনই ছিলাম কিন্ত ছিলনা আমার মনের পরিপক্কতা। কি সুন্দর ছিল আমাদের দিনগুলি।

আমি বাবু,মা আর দুই বড় দিদি নিয়ে আমাদের সংসার। সেখানে ছিল শুধুই সুখ আর সুখ। আমি ছিলাম সবার ছোট তাই আদর সবসময়ই বেশী। সবাই আমাকে মনি বলে ডাকে। আমি বাবু কে খুবই ভালবাসতাম সবসময় কাছে কাছে থাকতাম।

যা চাইতাম তাই পেতাম। ২০০০সাল আমি পাশ করলাম ইন্টারমিডিয়েট। ভর্তি হবো বিশ্ববিদ্যালয়ে অনেক আশা মনে। বাবু আমাকে খুব উৎসাহ দেয়। প্রথমবার ভর্তি হতে পারিনি চেষ্টা চালিয়েছিলাম খুব।

পরেরবার ২০০২ সালে ভর্তি হলাম অর্থনীতিতে অনার্সে। নবীন বরণের ঠিক তিনদিন আগে বাবু আমার একটু অসুস্থ হলো। অসুখ ধীরে ধীরে বাড়তে শুরু করলে প্রথমে কুষ্টিয়া পরে কলকাতা কোটারী মেডিক্যাল রিসোর্স সেন্টারে ভর্তি করলাম, তার ঠিক তের দিন পর বাবু আমার হাতের উপর মারা গেল। আমি যেন কি হয়ে গেলাম তার পর। সেদিন ছিল ২২ আগষ্ট ২০০২ ইং সাল।

এভাবেই বদলে গেলাম আমি আস্তে আস্তে সংসারে হাল ধরেছি আর বুঝতে পারছি অনেক বড় হয়ে গেছি। বাবু আমি খুব ভালবাসি আপনাকে আমার খুব খুব খারাপ লাগে খুব মনে করি, ভাল লাগে না কিছুই যখন মনে হয় আপনার কথা, আপনি একটুই ভাল না। কেন আমাদের ছেড়ে চলে গেলেন....... দেখে যান আপনার মনি অনেক অনেক বড় হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।