আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বায়নের স্রোতে ভেসে আমরা সবাই........



বিশ্বায়নের বাজারে হারিয়ে যাচ্ছি প্রতিদিন। মানুষ আমরা পণ্য হতে হতে একদিন ভুলুন্ঠিত হয়ে যাবো । হয়তোবা এভাবেই পৃথিবীর পথে পথে থেমে যাবে চলাচল। কাক কোকিলের গল্পের মত একদিন কে কাকে পৃথিবী দেখাবে? মানুষের পরম প্রিয় মানুষই হবার কথা। অথচ প্রানীকুলের দিকে ঝুঁকবে সবাই।

বিশ্বাস হীনতার কবলে হারাবে কত সকাল,দুপুর এবং রাত। সকালের সূর্য্যটা যখন চোখ মেলবে। প্রগতিশীল মানুষ তখন ঘুম চোখ কচলাতে কচলাতে দৌড়াতে থাকবে। মানুষ হবার হাজার বছরের ইতিহাস একদিন শুধু কাগজের বুকে ইতিহাস হবে। অজস্র ভালোর দিকে তাকিয়ে অবাক হবে কেউ কেউ.... আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানব মানবীর না বলা ভালোবাসা কেমন নীল রং বেদনা ছড়াবে।

খুব বিস্মিত চোখে দেখবে সবাই একদিন পৃথিবীতে সুনিবিড় সুখময়তা ছিলো.......। আকাশে খুঁজে পাওয়া মানুষ আকাশেই বাঁধতো ঘর...... দেখা হতো বেলা অবেলায়। দেখা হতো। কথা হতো। শুধু ছুঁয়ে দেখা হয় নি কাউকে ...... বিশ্বায়নের বাজারে টাচ ইন সার্ভিস এ কত কিছু হয়ে গেলো।

শুধু মানুষ ছোঁয়া হলো কই? সময়ের দুর্বিপাকে এইভাবে কত শ'বছর হারালো মানুষ কাক অথবা প্রানীকূলের একত্রিত চিৎকারে? ছবির লিন্ক: Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.