আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তুতি

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

শ্বেত-পতকা উড়িয়ে নদী পাড় ভাঙে সময়ের আমরা ভেঙে পড়ি ঘরবাড়ি সমেত নদীর ভাঙনে এখন বাঁধের উৎসব সব কাঁকড়া খুঁজে নিয়েছে নতুন আবাস পাখির পালক গাঁথা পলিমাটির বুক ঘাসমাটি বারোমাস বানের গান শোনে আদুড়-বাদুড় ওড়ে চালতা গাছে নদীর বিপ্লব ছেঁড়ে ভুলের পতকা সব প্ল্যান বেহেশ্তগামী,নেতাদের চালাকীতে পকেট আঁচলের ভাঁজে-ভাঁজে টাকার হিসেব আগামীর প্রস্তুতি শুরু হয় মোচ্ছবে সব প্ল্যান বেহেশ্তগামী,নেতাদের পালকিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।