আমাদের কথা খুঁজে নিন

   

একটি ককটেল বিস্ফোরণ , সেই সাথে বিবর্ণ একটি মেয়ের ভবিষ্যৎ

"অতি অপরিচিত " সাদিয়া আক্তার তানজিলা , বগুড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী । সেদিন ছিল ১৩ মে ২০১৩ সোমবার । রোজকার মত স্কুল শেষে রিকশায় করে বাসার পথে ফিরছিল । পরদিন ছিল হরতাল । হরতালে স্কুল বন্ধ থাকবে , হয়তো এটা ভাবতে ভাবতেই সে আসছিল ।

হঠাৎ একটি মিছিল থেকে ককটেল উড়ে আসে । সাদিয়ার ঠিক পাশেই বিস্ফোরিত হয় সেটি । কিছু বুঝে ওঠার আগেই সাদিয়া দেখতে পায় তার পা আর হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত । তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । জখম বেশি ছিল বলে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয় ।

সাদিয়াকে পঙ্গু হাসপাতালে আনা হয় । সেখানে তার চিকিৎসা পর্ব চলে । এরপর তাকে পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে । সেখানে সার্জারির মাধ্যমে চলে তার পায়ের মাংস স্থানান্তরের কষ্টদায়ক অপারেশন পর্ব । এখন সাদিয়া বিছানায় শুয়ে কষ্টকর দিন পার করছে ।

অথচ ওর কথা ছিল স্কুলে যাবার , ক্লাস করার , পরীক্ষা দেবার । কি অপরাধ ছিল এই নিরাপরাধ মেয়েটির । সে তো রাজনীতির কিছুই বোঝে না । কেন তাকে স্বীকার হতে হল এই নির্মমতার ? আজ সাদিয়া হতে পারত আমার বা আপনার নিজের পরিবারের কেউ । তখন আপনাকে কতটুকু মানসিক অশান্তির ভেতর দিয়ে যেতে হত চিন্তা করেছেন ? এরপর সাদিয়া রাষ্ট্রের কাছে থেকে কি পেল ? শুধু শিক্ষামন্ত্রীর কাছে থেকে "আমরা দেখব " এই আশ্বাসটুকু পেয়েছে আর কিছুই পায়নি ।

পরবর্তীতে সবাই ভুলে গেছে সাদিয়ার কথা । অথচ রাষ্ট্রের কি উচিৎ ছিল না সাদিয়ার ব্যপারে তার পরিবারকে পুরোপুরিভাবে সাহায্য করা । জানি আমার এই কথাগুলো মাননীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রীর মত উচ্চ পর্যায়ের মানুষের কাছে পৌঁছুবে না । তবুও আপনাদের কাছে খুব জানতে ইচ্ছা করে , আর কত সাদিয়ার রক্ত ঝরলে আপনারা হরতাল নিষিদ্ধ করার মত সদিচ্ছাটুকু দেখাবেন । শুধু সাদিয়ার কথা বলছি কেন , একটি হরতাল কি দেশের অর্থনীতিকেই ক্ষতবিক্ষত করে দিচ্ছে না ।

খুব ইচ্ছা করছে আমরা হরতাল চাই না , রক্তপাত চাইনা এই দাবী নিয়ে সংসদের সামনে অবস্থান করব । যদি এতে হরতালের নেতিবাচক দিক কিছুটা হলেও তাঁদের চোখে পড়ে । কলমের এক খোঁচায় আপনারা আইন তৈরি করতে পারেন , কিন্তু সেই কলম দিয়ে আপনারা হরতাল কেন বন্ধ করতে পারছেন না , জানতে চাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.