আমাদের কথা খুঁজে নিন

   

একলা যখন হাটবি পথে, সংগী হব তোরই সাথে



ভেবেছিলি দুঃখ পাবি? কষ্ট নিয়েই পালিয়ে যাবি? ইচ্ছে মরণ ভালোবাসা, একটু ছোঁয়া একটু আশা। সুখপাখীটার কন্ঠ হতে ছড়িয়ে যাওয়া মধুর ভাষা!! (তবুও) ভাংগা পাখার সুখপাখীকেই- যতন করে আগলে রেখেই, তবুও মানুষ ভালোবাসে, মিথ্যে মায়ার মিথ্যে আশে!! জানিস যদি সবই বুঝিস, মিথ্যে কেনো কষ্টে ভাসিস? জানতে কি চাস আমার কথা? বুকের ভেতর নোনা ব্যাথা। আগলে রাখি আড়াল করে, স্বপ্ন রংগীন মুখোস পরে। অনেক ভালোবাসায় বাঁধি, তবুও আমি স্বপ্নে কাঁদি। একলা যখন হাটবি পথে, সংগী হব তোরই সাথে অদৃশ্যে তোর হাতটি ধরে চলবো পাশে দুঃখরথে!! এই কবিতার জবাব Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।