আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে সুখী করতে আমি হতে চেয়েছি পুঁজিতন্ত্রের প্রতিভূ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তোমাকে সুখী করতে আমি হতে চেয়েছি পুঁজিতন্ত্রের প্রতিভূ শাফিক আফতাব............ তোমাকে সুখী করতে আমি হতে চেয়েছি পুঁজিতন্ত্রের প্রতিভূ, তোমাকে শান্তি দিতে অধ্যয়ন করেছি কলাবিদ্যায়__ তোমাকে ভালোবাসতে করেছি ফুলের চাষ__শুদ্ধতার জলে স্নান ; অনুগত শস্যের বীজ করেছি বপণ___ তোমাকে আপন করতে ভুলে গেছি ক্লেদ, যন্ত্রণা আর কষ্টের নোনাজল, আর মানবতার বৃক্ষে স্প্রে করেছি কীটনাশক ওষুধ। তোমাকে পেতে অনুধ্যানে পাঠ করেছি জীবনের ব্যাপক সিলেবাস, তোমার মুখে হাসি ফোটাতে সত্য আর ন্যায়ের প্রাঞ্জল ভাষায় সাবলীল বাক্যে বলছি নরম কথার সংলাপ ; তোমাকে পুলকিত করতে আমি কোদাল ধরেছি, খনন করেছি মৃত্তিকার শরীর লাঙলের মুঠি ধরেছি, পুতেঁ দিয়েছি শস্যদানা, তোমার সাথে দ্বন্দ্ব না জড়াতে আমি তোমার আদর্শের বহির্ভূত কিছু বলিনি__ তোমার চেতনায় বোধে দেইনি নির্দেশক বাক্যের উপদেশ।

তবু দ্বন্দ্বে জড়াও___মন্দ বলো, গোলাপের গন্ধ নেই বলে ছুড়েঁ মারো। ............... ০৬.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.