আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ডাক বিভাগ : পাসপোর্টের আবেদনসংক্রান্ত তথ্যাবলি



কোন থানার পাসপোর্ট ফরম কোন পোস্ট অফিসে জমা দেওয়া যাবে তার তালিকা পোস্ট অফিস থানার নাম ঢাকা জিপিও দোহার, নবাবগঞ্জ, রমনা, খিলগাঁও, মতিঝিল, পল্টন, সবুজবাগ ও তেজগাঁও থানা। ঢাকা সদর হেড পোস্ট অফিস সূত্রাপুর, কোতোয়ালি ও কেরানীগঞ্জ থানা। ডেমরা ডাকঘর যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানা। ঢাকা ক্যান্টনমেন্ট ডাকঘর ক্যান্টনমেন্ট, খিলক্ষেত ও দক্ষিণখান থানা। মিরপুর-২, ডাকঘর মিরপুর, সাভার, কাফরুল, পল্লবী, শাহ আলী, ধামরাই, আশুলিয়া, মোহাম্মদপুর ও আদাবর থানা।

নিউ মার্কেট ডাকঘর নিউ মার্কেট, ধানমন্ডি, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীর চর ও শাহবাগ থানা। উত্তরা ডাকঘর উত্তরা, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তরখান, তুরাগ, বাড্ডা ও গুলশান থানা। আবেদনকারীকে নিজে এসে ফরম জমা দিতে হবে। আবেদনপত্র গ্রহণের সময় সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। অতি জরুরি পাসপোর্টের জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট পাসপোর্ট ইস্যুকারী অফিসে জমা দিতে হবে।

পোস্ট অফিসে শুধু জরুরি ও সাধারণ পাসপোর্টের নতুন আবেদন ফরম জমা নেওয়া হয়। পাসপোর্টের ফি ১. অতি জরুরি ৫০০০.০০ টাকা ২. জরুরি ৩০০০.০০ টাকা ৩. সাধারণ ২০০০.০০ টাকা ৭. ঢাকা জিপিওতে আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংকের (ক) দিলকুশা (খ) বঙ্গবন্ধু এভিনিউ (গ) পোস্তগোলা (ঘ) চকবাজার (ঙ) আজিমপুর-নিউমার্কেট (চ) মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল (ছ) মিরপুর সেকশন-১২ (জ) মহাখালী (ঞ) ইস্কাটন (ট) মালিবাগ (ঠ) মগবাজার (ড) সেগুনবাগিচা শাখার ব্যাংক রসিদ জমা দিতে হবে। ৮. দোহার, নবাবগঞ্জ, সূত্রাপুর, কোতোয়ালি, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কামরাঙ্গীর চর ও লালবাগ থানার পাসপোর্টের আবেদনের সঙ্গে শুধু সোনালী ব্যাংক, সদরঘাট শাখায় টাকা জমা দিতে হবে। ৯. পাসপোর্ট সংশ্লিষ্ট ইস্যুকারী অফিস থেকে সংগ্রহ করতে হবে। ১০. পাসপোর্ট ইস্যুকারী অফিস ক. ডিসি অফিস, ঢাকা : দোহার, নবাবগঞ্জ, সূত্রাপুর, কোতোয়ালি, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কামরাঙ্গীর চর ও লালবাগ থানা এলাকার জন্য।

খ. আঞ্চলিক পাসপোর্ট অফিস, আগারগাঁও : রমনা, খিলগাঁও, মতিঝিল, পল্টন, সবুজবাগ, তেজগাঁও, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, দক্ষিণখান, মিরপুর, সাভার, কাফরুল, পল্লবী, শাহ আলী, ধামরাই, আশুলিয়া, মোহাম্মদপুর, আদাবর, নিউ মার্কেট, ধানমন্ডি, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীর চর, শাহবাগ, উত্তরা, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তরখান, তুরাগ, বাড্ডা ও গুলশান থানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.