আমাদের কথা খুঁজে নিন

   

গুলশান লেকে ওয়াকওয়ে চাই ।

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

রাজধানীর অন্যতম ধমনি হিসেবে পরিচিত গুলশান লেকটি ক্রমেই সংকুচিত হয়ে আসছে । বিশেষ করে পাড়ের দিকেই যারাই প্লট বরাদ্দ পেয়েছেন বা জমি কিনেছেন, ইচ্ছামতো লেকের দিকে বাড়িয়ে নিয়েছেন তা । এমকি পুরো লেকটি ভরাট করেও বিভিন্ন সময় চলেছে প্লট বানানোর চেষ্টা । রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধেও লেক ভরাটর অভিযোগ আছে । যারা লেক দখলের প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধেও লেক দখলের অভিযোগ রয়েছে ।

এছাড়া রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তিরা তো ইচ্ছেমতো ক্ষমতার দাপট দেখিয়ে লেক দখলের উৎসব চালিয়েছেন । অন্তত শ'খানেক ব্যক্তি লেকের অংশ ভরাট করে সুরম্য অট্টালিকা তৈরী করেছেন । লেকের সম্পূর্ণ অংশে ওয়াকওয়ে তৈরী না করায় এসব দখল রোধ করা সম্ভব হচ্ছে না । পরিবেশ কর্মীরা লেক রক্ষায় ওয়াকওয়ে নির্মাণের জন্য দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন । এলাকার লোকজনেরও দাবি সেখানে ওয়াকওয়ে তৈরী করে পথচারীদের হাটার ব্যবস্হা করে দেওয়া হউক ।

দীর্ঘদিনেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি । ফলে দুইযুগ ধরে লেক ভরাটের যে যজ্ঞ চলছে তা অব্যাহত রয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।