আমাদের কথা খুঁজে নিন

   

গুলশান কুমার এবং আমাদের কথা

C DA future ১. গতকাল সকালে রাস্তায় বের হবার পরই দেখি অনেকগুলো অল্প বয়সী ছেলে লাঠি হাতে ধ্বংসাত্বক মুডে আছে এবং মনের আনন্দে গাড়ি, বিল্ডিং-এর কাচ ভাঙছে সাভারে বিল্ডিং ধ্বসে শ্রমিক হত্যার প্রতিবাদ স্বরূপ। ঠিক বুঝলাম না গাড়ি ভাঙ্গলে মৃত্যু মানুষগুলা ফেরত আসবে কিনা ? আমার মনে হয় এটার ভিতর অন্য ধান্ধা আছে। এতোটা ইনোসেন্ট ভাবার কিছু নাই । আমাদের দেশটা বেশ কয়েক দশক যাবত অন্যের খেলার ফিল্ড হয়ে গেছে। যাদের দেখি তারা হচ্ছে “মাঠের খেলোয়ার” আর কোচ, টিম, ট্রেনার, মালিকদের শুধু আইডেন্টফাই করতে পারছি না।

২. ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা শুধু আমাদের দেশেই ঘটে না, পৃথিবীর সব দেশেই ঘটে, যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানেই ঘটছে । গত সপ্তাহে আমেরিকার এক সার কারখানায় বিস্ফোরণে ১৬ জনের মৃতু হইছে ( আমাদের দেশে কর্ণফুলি ফার্টিলাইজারে এই ঘটনা ঘটলে মিনিমাম মরত ১৬০০ জন কিংবা তারও বেশি মারা পরত। কারখানার পাশে যে বেটা ফুচকা বিক্রি করে, দেখা যেত সেও মারা গেছে। ) আমেরিকার মতো হাইলি স্টার্ন্ডাড দেশেও ১৬ জন মৃত্যু কম না। ৩।

চায়না যে কারখানায় এ্যাপেলের আইফোন তৈরী হয় সেই ফক্সকন কারখানায় যে দুর্ঘন্টনাটা বেশী যটে তা হচ্ছে প্রতি বছর ডজনের উপর মেয়ে-ছেলেদের আত্মহত্যা। চায়নার মতো টাইট একটা দেশে যেখানে ওপেন মিডিয়া তেমন একটিভ না সেখানে ভিতরের পরিস্থিতি কতোটা খারাপ সেটা বেশ ভালই অনুমান করা যায় । সেটা পরিসংখ্যানে হয়তো আসে না। ৪। আমার উপরের তথ্যগুলো শুধুমাত্র গুলশান কুমারকে (ড্যান মজিনা) উদ্দেশ্য করে যে কিনা কথায় কথায় জিএসপি সুবিধা বাদ দেওয়ার থ্রেট দেয়।

এখানে কেউ বলেনা আমরা আইফোন বানাবো না চায়নায় কিংবা অন্যকোন থ্রেট । সেই সাথে লোকাল কাউয়া বুদ্ধিজীবি তো আছেই। আমার খুব ইচ্ছা তাদের সাথে “ঝগড়া” করা নো “বিতর্ক”। ৫। খুবই আজিব একটা দেশে বাস করি যেকোন সমস্যার গভীরে না গিয়ে, অর্বাচীনের মতো মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত্রি করা।

আর মন্ত্রিদের কাজ হচ্ছে সঠিক কথা না বলে বেয়াক্কেলদের মতো কথা বলা। বিরোধীদলের নেতাদের কথা নাইবা বললাম, বেচারারা এমনেই অনেক কষ্টে আছে। ক্ষমতা স্বাদ থেকে সাত বছর দূরে পড়ে আছে তারপরও কোর্ট-কাচারী। অনেক কষ্ট। ৬।

আমরা প্রত্যাশা থাকবে সিলেটের টেংরাটিলায় যে পরিমান ধ্বংস আমেরিকান গ্যাস কোম্পানী করছে সেটার ক্ষতিপূরণ যেন গুলশান কুমার আমাদেরকে আদায় করে দেয়। ৭। আবারও সাভারে মৃত্যুদের রূহের মাগফিরাত কামনা এবং জীবতদের সমবেদনা জানানো ছাড়া আমার আর কিছু করার নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।