আমাদের কথা খুঁজে নিন

   

পরিবার পরিকল্পনায় ৫৩৬ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় শিগগিরই ৫৩৬ জন চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দেশজুড়ে ১৪০০ পদের বিপরীতে বর্তমানে ৫৫০ জন চিকিৎসক কর্মরত আছেন।
এই অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা পরিচালক ড. মোহাম্মদ শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসক স্বল্পতার কারণে মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে ১০১ জনের মধ্যে কমপক্ষে ৩০ জন সেবাবঞ্চিত হন।
পরিবার পরিকল্পনার চিকিৎসকদের জন্য কোনো ‘চাকুরি বিধি’ না থাকায় চিকিৎসক নিয়োগ সম্ভব নয় বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে আগের নিয়োগও অস্থায়ী ভিত্তিতেই হয়েছিলো।
বর্তমান সরকার একটি চাকুরি বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করলেও আমলাতান্ত্রিক জটিলতায় এর কোনো অগ্রগতি হচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে স্বাস্থ্য বিভাগের জন্য অস্থায়ী ভিত্তিতে চার হাজার চিকিৎসক নিয়োগ করেছিলো সরকার।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.