আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী শান্তিময় হোক, মানবের কল্যাণ হোক

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

পরিবর্তণের শুরু এখানেই। দুই শতাধিক বছরের ইতিহাসে এই প্রথম একজর অশ্বেতাঙ্গ ব্যক্তি আমেরিকা'র রাষ্ট্রপতি হলেন। আগে বলতাম আমেরিকার রাষ্ট্রপতি হতে হলে তিনটি যোগ্যতা লাগে। তা হল- ১. অবশ্যই পুরুষ হতে হবে ২. অবশ্যই শ্বেতাঙ্গ হতে হবে ৩. অবশ্যই খ্রীস্টান হতে হবে এটাই হল পৃথিবীর সর্বোউৎকৃষ্ট গণতন্ত্রের নমুনা।

দু নাম্বার যোগ্যতাটিকে আজ বারাক ওবামা খুন করলেন। পরিবর্তণের এই শুরুতে আমি আনন্দিত। আমি মনে করি আমেরিকার জনগণও আনন্দিত হবে। কারণ এভাবেই তাদের গণতন্ত্র পূর্ণতার দিকে যাবে। কিন্তু আমি সেদিন সবচে' আনন্দিত হব যেদিন আমেরিকার সত্যিকার অধিবাসী একজন লাল মানুষ আমেরিকার রাষ্ট্রপতি হবেন।

যাদের সমন্ধে একদা (১৮৮৩) আমেরিকার সুপ্রীম কোর্ট রায় দিয়েছিল, "আমেরিকান ইন্ডিয়ানরা জন্মগত ভাবেই বিদেশী এবং নির্ভরশীল জনগোষ্টী। " আমি মনেকরি তাদের সেই যোগ্যতা আছে। কারণ তারা তো সেই রেড ক্লাউড, সিটিং বুল, ক্রেজি হর্স, লিটিল ক্রো, জেরোনিমো, কোচাইজ, ম্যানুয়েলিতো-দের বংশধর। যারা একদা ছিল মহাপরাক্রমশালী, যাদের নাম শুনলে হৃদয় শ্রদ্ধায় ভরে যায়। ইতিহাস বলে তারা ছিলেন জ্ঞানে, ন্যায়পরায়নতায়, স্বদেশপ্রেমে, মানবতায়, নেতৃত্বে শ্রেষ্ঠদের অন্যতম।

সেখানকার আদিবাসী হয়ে তারা আজো পায়নি নিজেদের শাসন করার ক্ষমতা। এপর্যন্ত একবারই একজন আদিবাসী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হায়েছিলেন, তিনি চার্লস কুর্তিস (৩১তম, ১৯২৯-১৯৩৩)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.