আমাদের কথা খুঁজে নিন

   

নারী, তুমি আর কত কাঁদবে?

জীবন েযখােন েযমন

নারী তুমি আর কত কাঁদবে? কখোনো কাঁদো অত্যাচারে, আবার কখোনো বিরহে, কখোনো আবেগে , কখোনো বা অন্ধকারে। নারী, তুমি আর কত কাঁদবে? কখোনো কাঁদ ঘর ছাড়ার প্রত্যাশায়, কখোনো ঘরে ফেরার অপেক্ষায়, কখোনো আবার হতাশায়। নারী, তুমি আর কত কাঁদবে? কখোনো কাঁদ নিজের দুর্দশায়, কখোনো বা জাতি বোনের কষ্টে, কখোনো বা নিয়তির নির্মম পরিহাসে। নারী, তুমি আর কত কাঁদবে? কখোনো তুমি জড়ি হয়ে ডাষ্টবীনে, কখোনো বা নুড়ি হয়ে মোল্লাদের ফতোয়ায়, কখোনো বা যৌতুকের ঘেরাকলে। নারী, আর কত কাঁদবে নারী!!!!!!! (আজ মানবীর পোষ্টটি পড়ে লিখলাম, খুব খারাপ লাগছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.