আমাদের কথা খুঁজে নিন

   

মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন (চার)

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

View this link মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের অনানুষ্ঠানিক যাত্রা শুরু হবে কাল থেকে। এতদিনে স্কুলের একটা অবয়ব দাঁড় করানো হয়েছে। স্কুলের চারিপাশে বেড়া দেওয়ার প্রয়োজনীয় কাজটি সমাপ্ত করা হয়েছে।

সাফায়াত প্রদত্ত ৩ হাজার টাকার পুরোটাই শুধু বেড়া কেনা বাবদ খরচ হয়ে গিয়েছে। এর বাইরে আরও প্রায় ২ হাজার টাকা ব্যয় হয়েছে বাঁশ কেনা এবং ছৈয়াল ও যাতায়াত খরচ বাবদ। লক্ষ্মীপুরের দু'জন বিদ্যোৎসাহী ব্যক্তি স্কুলের শিক্ষা উপকরণ যেমন ব্ল্যাক বোর্ড, চক, ডাস্টার ইত্যাদি সরবরাহ করে স্কুলের শিক্ষা কার্যক্রম শুরুর কাজকে এক ধাপ এগিয়ে দিয়েছেন। আরেকজন আপাতত শিশুদের বসার জন্য মাদুর কিনে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। স্কুলের জন্য নিয়োজিত শিক্ষিকা আপাতত শিশুদের ব্ল্যাকবোর্ডের সাহায্যে 'অ' 'আ' ইত্যাদি অক্ষরগুলোর সাথে পরিচিতি ঘটাবে।

আমরা চেষ্টা করে যাচ্ছি স্কুলে আগত প্রতিটি শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস সংগ্রহ করার। প্রাথমিক অবস্থায় কমপক্ষে ৫০ জন শিক্ষার্থীর জন্য এ ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য হাজার দশেক টাকা প্রয়োজন। সেই সাথে প্রয়োজন স্থানীয়ভাবে নিয়োজিত শিক্ষকের সম্মানী বাবদ কমপক্ষে ২ হাজার টাকার সংস্থান। প্রতিমাসে এই সংস্থানটুকু নিশ্চিত হলে শিশুদের স্বপ্ন বাস্তবায়ন এগিয়ে যাবে দ্রুত গতিতে।

মাঝিপাড়ার শিশুরা সামান্য হলেও শিক্ষালাভ করে জীবনকে নতুন করে চিনতে শিখবে। শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে একসময় তারা নিজেরাই স্কুলটিকে এগিয়ে নিয়ে যাবে আলোর দেশে। আসুন না আমরা সম্মিলিতভাবে স্কুলটিকে আলোর দেশের ঠিকানায় পৌঁছে দেওয়ার অগ্রযাত্রায় সামিল হই...................। সাহায্য পাঠাবার ঠিকানা : মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন চলতি হিসাব নং ০০১-৭২৩২ সোনালী ব্যাংক, লক্ষ্মীপুর সদর। বি:দ্র: কাঙ্গাল মুরশিদ ভাই, ঈদের আগে আপনার পাঠানো ১ হাজার টাকা স্কুলের অ্যাকাউন্টে যোগ হয়েছে।

এ পর্যন্ত সাফায়েত এবং আপনার পাঠানো ৪ হাজার টাকা নগদ স্কুলের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হয়েছে। নগদ অর্থ না দিয়ে শিক্ষা উপকরণ সরবরাহ করে যারা স্কুলের কার্যক্রম শুরুকে ত্বরাণ্বিত করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। ত্রিভুজ, আমি অত্যন্ত দুঃখিত যে একটি দুর্ঘটনার কারণে মোবাইল এবং অনলাইন বিচ্ছিন্ন হয়ে আমাকে বেশ কিছুদিন যোগাযোগের সম্পূর্ণ বাইরে থাকতে হয়েছে। আমার নতুন মোবাইল নাম্বার হচ্ছে- ০১৭২-৭২৬২১৯৫।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।